শিরোনাম
চিরকুট লিখে আইনজীবীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি
- সর্বশেষ আপডেট ১১:৩০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 98
ঝালকাঠিতে শামিম হোসেন জয় (৩৫) নামে একজন আইনজীবী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে চাঁদকাঠি এলাকায় তার ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, আত্মহত্যার আগে শামিম একটি চিরকুট লিখে গেছেন। চিরকুটে তিনি উল্লেখ করেছেন, তার শরীরে থাকা রোগ ও মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তিনি লিখেছেন, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি এবং অনুতপ্ত।”
শামিম হোসেন জয় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধারিয়া এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে। তিনি ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য ছিলেন এবং চার মাস আগে বিয়ে করেছেন।
ওসি জানান, রোববার (২১ সেপ্টেম্বর) ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


































