ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিপসের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  • সর্বশেষ আপডেট ০৯:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 137

ধর্ষণ

লক্ষ্মীপুরের কমলনগরে এক বৃদ্ধের বিরুদ্ধে চিপসের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার উপজেলার চরকাদিরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযোগ ওঠা বৃদ্ধের নাম বশির আহাম্মদ (৬৫)। সে ওই ইউনিয়নের চরবসু বাজারে চায়ের দোকান পরিচালনা করে।

শিশুর স্বজনদের ভাষ্য, ঘটনার দিন বেলা ১১টার দিকে শিশুটি মাদ্রাসা থেকে বের হয়ে নাশতার উদ্দেশ্যে বশির আহাম্মদের দোকানে যায়। এ সময় বশির শিশুটিকে চিপসের লোভ দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুর হাতে একটি চিপস দিয়ে কাউকে এ ঘটনা বলতে নিষেধ করে। শিশুটি মাদ্রাসা ছুটির পর বাড়িতে গিয়ে মাকে ঘটনা জানায়। তিনি ধর্ষণের আলামত দেখতে পেয়ে ইউপি সদস্যসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিকে বিষয়টি জানান। ঘটনা জানাজানি হলে বশির এলাকা ছেড়ে পালিয়ে যায়।

চরকাদিরা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন বলেন, ভুক্তভোগী পরিবার ঘটনাটি জানিয়েছে। তাদের আমি আইনি পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছি।

কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চিপসের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ বৃদ্ধের

সর্বশেষ আপডেট ০৯:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরের কমলনগরে এক বৃদ্ধের বিরুদ্ধে চিপসের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার উপজেলার চরকাদিরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযোগ ওঠা বৃদ্ধের নাম বশির আহাম্মদ (৬৫)। সে ওই ইউনিয়নের চরবসু বাজারে চায়ের দোকান পরিচালনা করে।

শিশুর স্বজনদের ভাষ্য, ঘটনার দিন বেলা ১১টার দিকে শিশুটি মাদ্রাসা থেকে বের হয়ে নাশতার উদ্দেশ্যে বশির আহাম্মদের দোকানে যায়। এ সময় বশির শিশুটিকে চিপসের লোভ দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুর হাতে একটি চিপস দিয়ে কাউকে এ ঘটনা বলতে নিষেধ করে। শিশুটি মাদ্রাসা ছুটির পর বাড়িতে গিয়ে মাকে ঘটনা জানায়। তিনি ধর্ষণের আলামত দেখতে পেয়ে ইউপি সদস্যসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিকে বিষয়টি জানান। ঘটনা জানাজানি হলে বশির এলাকা ছেড়ে পালিয়ে যায়।

চরকাদিরা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন বলেন, ভুক্তভোগী পরিবার ঘটনাটি জানিয়েছে। তাদের আমি আইনি পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছি।

কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।