চিত্রনায়িকা তানিন সুবহা মারা গেছেন
- সর্বশেষ আপডেট ০৯:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
- / 331
হাসপাতালে লাইফ সাপোর্ট থেকে আর বেঁচে ফেরেননি চিত্রনায়িকা তানিন সুবহা। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তাঁর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এ খবর নিশ্চিত করেছেন নায়িকার ছোট ভাই ইনজামুল রামিম।
২ জুন থেকে লাইফ সাপোর্টে ছিলেন তানিন সুবহা। আগেই তাঁকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেছিলেন চিকিৎসকেরা। লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এর জন্য সুবহার স্বামীর অনুমতির অপেক্ষায় ছিলেন চিকিৎসকেরা। স্বামীর অনুমতি সাপেক্ষে মঙ্গলবার রাতে তাঁর লাইফ সাপোর্ট খুলে ফেলা হয় বলে জানিয়েছে অভিনেত্রীর পরিবার।
তানিন সুবহার মরদেহ তার গ্রামের বাড়ি মাদারিপুরে নেওয়া হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন তার ভাই।
এর আগে গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। এরপর আফতাবনগর বাসার কাছের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন তিনি। কিন্তু সন্ধ্যায় আবার অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে বনশ্রীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। এরপর মধ্যরাতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।
তানিন সুবহার জন্ম মাদারিপুরের কালকিনি উপজেলার মোল্লারহাটে। তবে তাঁর শৈশব কাটে বরিশালে নানাবাড়িতে। বাবার চাকরিসূত্রে পরিবারের সঙ্গে সৌদি আরবেও কয়েক বছর ছিলেন।
২০১২ সালে ‘ক্লোজআপ ওয়ান’ ও ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’ প্রতিযোগিতায় নাম লেখান। বেশি দূর যেতে না পারলেও শোবিজে কাজ করার আগ্রহ জন্মায়। এরপর বিজ্ঞাপনচিত্র দিয়ে শোবিজে নাম লেখান তিনি। অভিনয় করেন নাটক ও সিনেমায়। ‘মাটির পরী’ সিনেমা দিয়ে বড় পর্দায় তাঁর অভিষেক হয়, এরপর নাম লেখান বেশ কিছু সিনেমায়।
































