ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ডা. এ জেড এম জাহিদ হোসেন

চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / 70

ফাইল ছবি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‌‘২৭ তারিখ থেকে সিসিইউতে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। বিভিন্ন গুজব, বিভিন্ন বক্তব্য দেখার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তদারকি করছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করছেন।’

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, ‘দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। সবার দোয়ার কারণে এ যাত্রায় তিনি হয়তো সুস্থ হয়ে উঠবেন।’

স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আজ যুক্তরাজ্য থেকে থেকে চিকিৎসকরা আসবেন, তারপর বোর্ড সিদ্ধান্ত নেবে দেশের বাইরে পাঠানোর বিষয়ে। তারা যদি দেশের বাইরে নিতে বলে, সব ধরনের প্রস্তুতি নেয়া আছে। মেডিকেল বোর্ডের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আমি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ছাড়া কারো কোনো কথায় কান দেবেন না।’

সংবাদ সম্মেলনে এক সময় কান্নায় ভেঙে পড়ে ডা. জাহিদ জানান, এ যাত্রায়ও সবার ভালোবাসা, সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন।

প্রসঙ্গত, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন। সবশেষ গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরেন। এরপর অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট তীব্র হয়। এ অবস্থায় গত ২৩ নভেম্বর তাকে জরুরিভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা জানান তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। সঙ্গে আরও কিছু জটিলতা আছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন

চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া

সর্বশেষ আপডেট ০১:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‌‘২৭ তারিখ থেকে সিসিইউতে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। বিভিন্ন গুজব, বিভিন্ন বক্তব্য দেখার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তদারকি করছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করছেন।’

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, ‘দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। সবার দোয়ার কারণে এ যাত্রায় তিনি হয়তো সুস্থ হয়ে উঠবেন।’

স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আজ যুক্তরাজ্য থেকে থেকে চিকিৎসকরা আসবেন, তারপর বোর্ড সিদ্ধান্ত নেবে দেশের বাইরে পাঠানোর বিষয়ে। তারা যদি দেশের বাইরে নিতে বলে, সব ধরনের প্রস্তুতি নেয়া আছে। মেডিকেল বোর্ডের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আমি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ছাড়া কারো কোনো কথায় কান দেবেন না।’

সংবাদ সম্মেলনে এক সময় কান্নায় ভেঙে পড়ে ডা. জাহিদ জানান, এ যাত্রায়ও সবার ভালোবাসা, সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন।

প্রসঙ্গত, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন। সবশেষ গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরেন। এরপর অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট তীব্র হয়। এ অবস্থায় গত ২৩ নভেম্বর তাকে জরুরিভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা জানান তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। সঙ্গে আরও কিছু জটিলতা আছে।