ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাকসুর ভোটগ্রহণ শুরু, উৎসবমুখর চবি ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক, চবি (চট্টগ্রাম)
  • সর্বশেষ আপডেট ১০:০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 128

চাকসুর ভোটগ্রহণ শুরু, উৎসবমুখর চবি ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার সকাল ৯টায়। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলছে, যা বিকেল ৪টা পর্যন্ত অব্যাহত থাকবে।

ভোট শুরু হওয়ার আগে ব্যালট পেপারগুলো প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। প্রতিটি অনুষদ ভবনে দায়িত্ব পালন করছেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া পুরো প্রক্রিয়া নজরদারিতে রাখতে স্থাপন করা হয়েছে আড়াই শতাধিক সিসি ক্যামেরা।

দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ‘জিরো পয়েন্ট’ এলাকা শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। ভোটের দিনটি যেন রূপ নিয়েছে এক মিলনমেলায়—বন্ধুদের সঙ্গে আড্ডা, কুশল বিনিময় আর ছবিতোলায় ব্যস্ত সময় কাটাচ্ছেন শিক্ষার্থীরা।

ভোটগ্রহণ শেষে দুই ধাপে গণনা সম্পন্ন হবে। প্রথম ধাপটি পরিচালনা করবে একটি ভেন্ডর প্রতিষ্ঠান, আর দ্বিতীয় ধাপের দায়িত্বে থাকবে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। প্রতিটি কেন্দ্রে তাৎক্ষণিকভাবে ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে। এরপর সব কেন্দ্রের ফলাফল একত্র করে ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে প্রকাশ করা হবে চূড়ান্ত ফলাফল।

নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে চার স্তরের ব্যবস্থা। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় এক হাজার ২০০ সদস্য দায়িত্ব পালন করছেন, পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে সেনাবাহিনী। সোমবার থেকেই ক্যাম্পাসে নিয়মিত টহল শুরু হয়।

র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান সোমবার এক ব্রিফিংয়ে বলেন, “শিক্ষার্থীদের মধ্য থেকে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। আমরা আশা করছি, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।”

নির্বাচনে মোট ১৩টি প্যানেল অংশ নিচ্ছে, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে। ডাকসু ও জাকসু নির্বাচনে পরাজয়ের পর এবার চাকসুতে জয় ধরে রাখতে চায় ছাত্রশিবির, অন্যদিকে পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ছাত্রদল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চাকসুর ভোটগ্রহণ শুরু, উৎসবমুখর চবি ক্যাম্পাস

সর্বশেষ আপডেট ১০:০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার সকাল ৯টায়। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলছে, যা বিকেল ৪টা পর্যন্ত অব্যাহত থাকবে।

ভোট শুরু হওয়ার আগে ব্যালট পেপারগুলো প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। প্রতিটি অনুষদ ভবনে দায়িত্ব পালন করছেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া পুরো প্রক্রিয়া নজরদারিতে রাখতে স্থাপন করা হয়েছে আড়াই শতাধিক সিসি ক্যামেরা।

দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ‘জিরো পয়েন্ট’ এলাকা শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। ভোটের দিনটি যেন রূপ নিয়েছে এক মিলনমেলায়—বন্ধুদের সঙ্গে আড্ডা, কুশল বিনিময় আর ছবিতোলায় ব্যস্ত সময় কাটাচ্ছেন শিক্ষার্থীরা।

ভোটগ্রহণ শেষে দুই ধাপে গণনা সম্পন্ন হবে। প্রথম ধাপটি পরিচালনা করবে একটি ভেন্ডর প্রতিষ্ঠান, আর দ্বিতীয় ধাপের দায়িত্বে থাকবে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। প্রতিটি কেন্দ্রে তাৎক্ষণিকভাবে ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে। এরপর সব কেন্দ্রের ফলাফল একত্র করে ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে প্রকাশ করা হবে চূড়ান্ত ফলাফল।

নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে চার স্তরের ব্যবস্থা। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় এক হাজার ২০০ সদস্য দায়িত্ব পালন করছেন, পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে সেনাবাহিনী। সোমবার থেকেই ক্যাম্পাসে নিয়মিত টহল শুরু হয়।

র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান সোমবার এক ব্রিফিংয়ে বলেন, “শিক্ষার্থীদের মধ্য থেকে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। আমরা আশা করছি, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।”

নির্বাচনে মোট ১৩টি প্যানেল অংশ নিচ্ছে, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে। ডাকসু ও জাকসু নির্বাচনে পরাজয়ের পর এবার চাকসুতে জয় ধরে রাখতে চায় ছাত্রশিবির, অন্যদিকে পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ছাত্রদল।