চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ
- সর্বশেষ আপডেট ০৩:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 117
পিলখানা ট্র্যাজেডির পর চাকরিচ্যুত হওয়া বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যরা চাকরিতে পুনর্বহাল, ন্যায্য ক্ষতিপূরণ ও বিডিআর নাম পুনঃস্থাপনের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন।
সোমবার (২৩ জুন) দুপুর ১টা ১০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগ মোড়ে জড়ো হন তারা। পরে পুলিশি ব্যারিকেড ভেঙে তারা মোড়ের মূল সড়কে অবস্থান নেন। এতে পুরো শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীদের তিন দফা দাবিগুলো মধ্যে রয়েছে
১. চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণ:
পিলখানা হত্যাকাণ্ডসহ বিডিআরের বিভিন্ন ইউনিটে সামারি কোর্ট বা বিশেষ আদালতের মাধ্যমে যেসব সদস্য (বিশেষ করে ৭৬তম ব্যাচ) চাকরিচ্যুত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পূর্ণাঙ্গ চাকরি পুনর্বহাল ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।
স্বাধীন তদন্ত কমিশন গঠন:
পিলখানা ট্র্যাজেডির তদন্তে গঠিত ‘শর্তযুক্ত কমিশন’কে স্বাধীন ও পূর্ণাঙ্গ কমিশনে রূপান্তরের আহ্বান জানান তারা। একইসঙ্গে কমিশনের কার্যপরিধি সীমাবদ্ধকারী ‘ব্যতীত’ শব্দসহ ২(ঙ) ধারা বাতিল করে নিরপেক্ষ তদন্তের পরিবেশ তৈরির দাবি জানান। তাদের মতে, মিথ্যা সাক্ষ্যে সাজাপ্রাপ্ত ও ১৬ বছর ধরে কারাবন্দি অনেক সদস্য নির্দোষ।
৩. বিডিআর নাম পুনঃস্থাপন ও ক্ষতিগ্রস্ত সেনা কর্মকর্তাদের পুনর্বাসন:
২০০৯ সালের ঘটনার প্রেক্ষিতে ষড়যন্ত্রমূলকভাবে চাকরিচ্যুত বা ক্ষতিগ্রস্ত সেনা কর্মকর্তাদের পুনর্বাসনের দাবি জানানো হয়। একইসঙ্গে ‘বাংলাদেশ রাইফেলস’ বা বিডিআর নামটি ফিরিয়ে আনার দাবিও ওঠে।
এ সময় আন্দোলনকারীরা বলেন, ‘‘আমরা রাষ্ট্রবিরোধী নই। দীর্ঘদিন ধরে অবিচারের শিকার হয়েছি। এবার রাষ্ট্র আমাদের শুনুক, দেখুক, বিচার করুক।’’
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য দেয়নি। শাহবাগ থানা পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
এদিকে অবরোধের কারণে শাহবাগ, নিউমার্কেট, বাংলামোটর, মৎস্য ভবনসহ আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

































