চাঁদাবাজ যেই হোক, ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০১:৪৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / 102
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে যত প্রভাবশালী বা বড় চাঁদাবাজই থাকুক না কেন, কাউকেই আইনের বাইরে রাখা হবে না। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি এ সতর্কবার্তা দেন।
তিনি বলেন, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ তা ব্যাহত করতে পারবে না। যদি কেউ প্রতিরোধের চেষ্টা করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, প্রধান উপদেষ্টা যে মাসে নির্বাচনের কথা জানিয়েছেন, সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ এখন ভোটকেন্দ্রের দিকে মুখী, তাই কোনো শক্তিই বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
এর আগে তিনি নিষিদ্ধ পলিথিন ব্যবহার রোধে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে কৃষি মার্কেট ঘুরে দেখেন। এ সময় দোকানিদের পলিথিন ব্যবহার না করার পরামর্শ দিয়ে এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
































