ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
  • সর্বশেষ আপডেট ০৪:৪৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 142

চাঁদপুরে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে নৌ পুলিশ আটক করেছে। আটক যুবকের নাম নূরুল আমীন (২৬)। তিনি কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পের বাসিন্দা।

নৌ পুলিশ চাঁদপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, সোমবার দিবাগত গভীর রাতে লঞ্চ টার্মিনালে যুবকটি সন্দেহজনকভাবে ঘুরছিল। টহলরত নৌ পুলিশের উপপরিদর্শক আবুল হাসেম তাকে দেখে জানতে চাইলে যুবক সদুত্তর দিতে ব্যর্থ হন। পরে তাকে নিকটস্থ নৌ থানায় ডেকে তল্লাশি করা হয়। তার কাছ থেকে স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়, যা ইয়াবার চালান হিসেবে ধরা হয়েছে।

জিজ্ঞাসাবাদে নূরুল আমীন জানান, তিনি ইয়াবার চালান আরেকজনের হাতে পৌঁছে দিতে কক্সবাজার থেকে চট্টগ্রামের রাতের ট্রেনে চাঁদপুরে এসেছিলেন। তার কাছে ১৫৩০ পিস ইয়াবা ও একটি মুঠোফোন পাওয়া গেছে।

নৌ পুলিশ জানায়, নূরুল আমীনের বাড়ি মিয়ানমারের মুংডুতে। বাবা আবুল হাশেম ও মা ছাহারা খাতুনসহ পরিবারের সঙ্গে তিনি কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে শরনার্থী হিসেবে বসবাস করছেন। সেখানে অবস্থানকালে মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়েন।

উপপরিদর্শক আবুল হাসেম বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ইয়াবাসহ তাকে চাঁদপুরের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চাঁদপুরে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

সর্বশেষ আপডেট ০৪:৪৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে নৌ পুলিশ আটক করেছে। আটক যুবকের নাম নূরুল আমীন (২৬)। তিনি কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পের বাসিন্দা।

নৌ পুলিশ চাঁদপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, সোমবার দিবাগত গভীর রাতে লঞ্চ টার্মিনালে যুবকটি সন্দেহজনকভাবে ঘুরছিল। টহলরত নৌ পুলিশের উপপরিদর্শক আবুল হাসেম তাকে দেখে জানতে চাইলে যুবক সদুত্তর দিতে ব্যর্থ হন। পরে তাকে নিকটস্থ নৌ থানায় ডেকে তল্লাশি করা হয়। তার কাছ থেকে স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়, যা ইয়াবার চালান হিসেবে ধরা হয়েছে।

জিজ্ঞাসাবাদে নূরুল আমীন জানান, তিনি ইয়াবার চালান আরেকজনের হাতে পৌঁছে দিতে কক্সবাজার থেকে চট্টগ্রামের রাতের ট্রেনে চাঁদপুরে এসেছিলেন। তার কাছে ১৫৩০ পিস ইয়াবা ও একটি মুঠোফোন পাওয়া গেছে।

নৌ পুলিশ জানায়, নূরুল আমীনের বাড়ি মিয়ানমারের মুংডুতে। বাবা আবুল হাশেম ও মা ছাহারা খাতুনসহ পরিবারের সঙ্গে তিনি কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে শরনার্থী হিসেবে বসবাস করছেন। সেখানে অবস্থানকালে মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়েন।

উপপরিদর্শক আবুল হাসেম বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ইয়াবাসহ তাকে চাঁদপুরের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।