শিরোনাম
চরমোনাইকে নিয়ে আসন ঘোষণার আশা , রাতে চূড়ান্ত সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৪:৫৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 34
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আশা প্রকাশ করেছেন, ইসলামী আন্দোলনের সঙ্গে সমন্বয় করে জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোট বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মাওলানা মামুনুল হক বলেন, দশ দলের উপস্থিতিতে বৈঠক শেষ হয়েছে এবং ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, রাতের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আমাদের প্রত্যাশা, সব পক্ষ একসঙ্গে চলতে পারবে এবং ইসলামী আন্দোলনের সঙ্গে সমন্বয় রেখে আসন ঘোষণা করা সম্ভব হবে।


































