ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চতুর্থ দিনের প্রার্থিতা ফিরে পেতে আপিলের শুনানি চলছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 40

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির আজ চতুর্থ দিন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন।

এর আগে, সোমবার তৃতীয় দিনে ৭১টি আপিল নিষ্পত্তি শুনানি হয়েছে। শুনানিতে ৪১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ২৫ জনের আপিল মঞ্জুর হয়নি। আর ৪ জনের আপিল আবেদন স্থগিত করা হয়েছে এবং ১ জন তার আপিল প্রত্যাহার করেছেন।

গত শনিবার প্রার্থিতা ফিরে পান ৫১ জন, আর রোববার ৫৭ জনের প্রার্থিতা বৈধ হিসেবে বিবেচিত হয়।

ছাব্বিশের নির্বাচনের সংশোধিত তফসিলের সময়সূচি অনুযায়ী, আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবে।

তারপর ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চতুর্থ দিনের প্রার্থিতা ফিরে পেতে আপিলের শুনানি চলছে

সর্বশেষ আপডেট ১০:৫৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির আজ চতুর্থ দিন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন।

এর আগে, সোমবার তৃতীয় দিনে ৭১টি আপিল নিষ্পত্তি শুনানি হয়েছে। শুনানিতে ৪১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ২৫ জনের আপিল মঞ্জুর হয়নি। আর ৪ জনের আপিল আবেদন স্থগিত করা হয়েছে এবং ১ জন তার আপিল প্রত্যাহার করেছেন।

গত শনিবার প্রার্থিতা ফিরে পান ৫১ জন, আর রোববার ৫৭ জনের প্রার্থিতা বৈধ হিসেবে বিবেচিত হয়।

ছাব্বিশের নির্বাচনের সংশোধিত তফসিলের সময়সূচি অনুযায়ী, আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবে।

তারপর ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।