শিরোনাম
চট্টগ্রাম মেডিকেল কলেজে এসি বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
- সর্বশেষ আপডেট ০২:৫৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / 128
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসার বিস্ফোরণে তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে হাসপাতালের ছয়তলা ভবনের গাইনি ওয়ার্ডসংলগ্ন ছাদে এ ঘটনা ঘটে। আহতরা গণপূর্ত অধিদপ্তরের কর্মচারী বলে জানা গেছে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন জানিয়েছেন, তিন শ্রমিক ছাদের ওপর এসি মেরামতের কাজ করছিলেন। কাজ চলাকালে হঠাৎ কম্প্রেসার বিস্ফোরণ ঘটে। এতে তারা দগ্ধ ও আহত হন। একজনকে আইসিইউতে এবং অন্য দুজনকে বার্ন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

































