শিরোনাম
চকরিয়ায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
নিজস্ব প্রতিবদেক, চট্টগ্রাম
- সর্বশেষ আপডেট ১২:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 61
কক্সবাজার জেলার চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নারী ও এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য এবং মাাইক্রোবাসের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার পাসিয়াখালী আর্মি ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি, যোগ করেন তিনি।


































