গ্রুপ পর্ব থেকেই বাদ ব্রাজিল, ইতিহাসে প্রথম
- সর্বশেষ আপডেট ০১:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 126
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। এই হারের আগে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল কখনও প্রথম রাউন্ডে ছিটকে যায়নি।
চিলির সান্তিয়াগোতে ন্যাশিওনাল জুলিও মার্তিনেজ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে ব্রাজিল স্পেনের সঙ্গে ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে খেলছিল। গ্রুপের প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে ২-২ ড্র এবং মরক্কোর কাছে ২-১ হারে ব্রাজিলের পয়েন্ট ছিল মাত্র এক। ম্যাচে ব্রাজিল ১৪টি শট নিলেও মাত্র ৩টি শট লক্ষ্যভেদে সক্ষম হয়, অন্যদিকে স্পেন ১৩টি শটের মধ্যে ৬টি লক্ষ্যভেদে শট নিলে ৪৭তম মিনিটে ইকার ব্রাভোর গোলে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত এই একমাত্র গোলেই জয়ী হয় স্পেন।
গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। ‘ডি’ গ্রুপে কিউবা ও অস্ট্রেলিয়ার ওপর জয় পেয়ে আর্জেন্টিনা ইতিমধ্যেই শেষ ষোলো নিশ্চিত করেছিল এবং ইতালিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হিসেবে পরের পর্বে ওঠে। ৭৪ মিনিটে দিলান গোরোসিতো একমাত্র গোল করেন।
ব্রাজিল এই টুর্নামেন্টে তিন ম্যাচে দুই হার ও এক ড্রয়ে গ্রুপ পর্বে চতুর্থ হয়ে বিদায় নেয়। ১৯৭৭ সালে শুরু হওয়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ২০তমবার খেলায় এটাই তাদের সবচেয়ে খারাপ ফলাফল। আগে ২০০৭ সালে দ্বিতীয় রাউন্ডে শেষ হয়েছিল।
এছাড়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ‘এ’ গ্রুপ থেকে জাপান ও চিলি এবং ‘বি’ গ্রুপ থেকে ইউক্রেন ও প্যারাগুয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে।
































