ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গ্যালারি চিত্রকে ‘ষোল রং’ প্রদর্শনীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 153

গ্যালারি চিত্রকে ‘ষোল রং’ প্রদর্শনীর উদ্বোধন

রাজধানীর ধানমন্ডির গ্যালারি চিত্রকে বৃহস্পতিবার বিকেলে শুরু হয়েছে দলীয় শিল্প প্রদর্শনী ‘ষোল রং – সিক্সটিন শেডস অব দ্য সিক্সটিনথ ব্যাচ’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ১৬তম ব্যাচের ৩২ জন শিল্পীর কাজ নিয়ে সাজানো এই প্রদর্শনী চলবে ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষক, আর্ট বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মঈনুদ্দীন খালেদ এবং গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে কিউরেটর রাজিব আহমেদ বলেন, “ষোল রং মূলত শিল্পযাত্রার পুনর্মিলন ও আত্মপরিচয়ের পুনরাবিষ্কার। দীর্ঘ বিরতির পরও অনেকেই শিল্পচর্চায় যুক্ত ছিলেন, আর এই প্রদর্শনী সেই সৃজনশীল ধারাবাহিকতার নতুন দিকচিহ্ন।”

বিশেষ অতিথির বক্তব্যে মো. মনিরুজ্জামান বলেন, “তোমাদের শিল্পচর্চা আরও বিকশিত হোক—এই কামনা। প্রদর্শনী শুধু বিক্রির জন্য নয়; এটি দর্শকের সঙ্গে শিল্পীর সংযোগ তৈরির জায়গা। একজন মানুষও যদি তোমার শিল্পকে বুঝতে পারে, সেটাই বড় প্রাপ্তি।”

গ্যালারি চিত্রকে ‘ষোল রং’ প্রদর্শনীর উদ্বোধন
গ্যালারি চিত্রকে ‘ষোল রং’ প্রদর্শনীর উদ্বোধন

অধ্যাপক মঈনুদ্দীন খালেদ জানান, অংশগ্রহণকারী ৩২ জন শিল্পীর মধ্যে ২১ জন নারী শিল্পী রয়েছেন—যা তিনি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন। তাঁর ভাষ্য, “পারিবারিক দায়িত্ব সামলানোর পরও তাঁরা নিজেদের শিল্পচর্চা ধরে রেখেছেন। এই প্রদর্শনীতে জটিলতা নয়, সহজ যোগাযোগযোগ্য বিষয় উঠে এসেছে, যা দর্শকদের কাছে গ্রহণযোগ্য হবে।”

প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, “শিক্ষাজীবনের পরও তোমরা একসঙ্গে থেকে এই সুন্দর আয়োজন করতে পেরেছ—এটাই বড় সাফল্য। বিভিন্ন পেশায় ব্যস্ত থাকার পরও ছবি আঁকার ধারাবাহিকতা ধরে রাখা শিল্পীর পরিচয়কে আরও দৃঢ় করে। ভবিষ্যতে প্রত্যেকের একক প্রদর্শনী দেখার অপেক্ষায় রইলাম।”

প্রদর্শনীটি চারুকলা অনুষদের ১৬তম ব্যাচের প্রয়াত শিল্পী জুলকারনাইন আশজাদির স্মৃতির প্রতিও শ্রদ্ধা নিবেদন করেছে।

এ আয়োজনে রেখাচিত্র, পেইন্টিং, প্রিন্টমেকিং, ভাস্কর্য, জলরং, সিরামিক ও কারুশিল্পসহ বিভিন্ন মাধ্যমে শিল্পীরা তুলে ধরেছেন আবেগ, স্মৃতি, প্রকৃতি, নগরজীবন ও পরিচয়ের বৈচিত্র্যময় অভিব্যক্তি। ঐতিহ্য, পরীক্ষা–নিরীক্ষা ও সমকালীন দৃষ্টিভঙ্গির মেলবন্ধনে গড়ে উঠেছে প্রদর্শনীর শিল্পভুবন।

প্রদর্শনীতে অংশ নিয়েছেন—রাজিব আহমেদ, নাজমুস সাকিব, মো. রিয়াদ হোসেন, মেহনাজ তাবাসসুম অনন্যা, আরাশাতুল ফাতিমা সুলতানা, সাবরিনা ফারাহ, কামরুন নাহার ময়না, উপমা দাস তৃনা, নাহিদা নিসা, চঞ্চল কুমার বিশ্বাস, মেহেদী হাসান মিঠুন, সোমা সুরভী জান্নাত, নাফিয়া তাবাসসুম, তানজিমা তাবাচ্ছুম এশা, শেখ ফারহানা পারভীন টুম্পা, নাজমুন নাহার আকন্দ, কাজী আবু আবিদ, কোহিনূর আক্তার মীরা, হ্যাপি মণ্ডল, স্মিতা দাস তুলি, স্মৃতি খন্দকার, লিটন পাল রনি, হাবিব রহমান, মো. শফিকুল ইসলাম রাজরাজ, মোহাম্মদ আরিফুল ইসলাম (আরিফ), আঞ্জুমানারা সোনিয়া, আকলিমা ইকবাল, ইশিতা ইসলাম, শর্মী দাশগুপ্তা, জাহিদা হক চৈতী ও ফাহিমা আহমেদ।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গ্যালারি চিত্রকে ‘ষোল রং’ প্রদর্শনীর উদ্বোধন

সর্বশেষ আপডেট ০৯:৪৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

রাজধানীর ধানমন্ডির গ্যালারি চিত্রকে বৃহস্পতিবার বিকেলে শুরু হয়েছে দলীয় শিল্প প্রদর্শনী ‘ষোল রং – সিক্সটিন শেডস অব দ্য সিক্সটিনথ ব্যাচ’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ১৬তম ব্যাচের ৩২ জন শিল্পীর কাজ নিয়ে সাজানো এই প্রদর্শনী চলবে ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষক, আর্ট বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মঈনুদ্দীন খালেদ এবং গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে কিউরেটর রাজিব আহমেদ বলেন, “ষোল রং মূলত শিল্পযাত্রার পুনর্মিলন ও আত্মপরিচয়ের পুনরাবিষ্কার। দীর্ঘ বিরতির পরও অনেকেই শিল্পচর্চায় যুক্ত ছিলেন, আর এই প্রদর্শনী সেই সৃজনশীল ধারাবাহিকতার নতুন দিকচিহ্ন।”

বিশেষ অতিথির বক্তব্যে মো. মনিরুজ্জামান বলেন, “তোমাদের শিল্পচর্চা আরও বিকশিত হোক—এই কামনা। প্রদর্শনী শুধু বিক্রির জন্য নয়; এটি দর্শকের সঙ্গে শিল্পীর সংযোগ তৈরির জায়গা। একজন মানুষও যদি তোমার শিল্পকে বুঝতে পারে, সেটাই বড় প্রাপ্তি।”

গ্যালারি চিত্রকে ‘ষোল রং’ প্রদর্শনীর উদ্বোধন
গ্যালারি চিত্রকে ‘ষোল রং’ প্রদর্শনীর উদ্বোধন

অধ্যাপক মঈনুদ্দীন খালেদ জানান, অংশগ্রহণকারী ৩২ জন শিল্পীর মধ্যে ২১ জন নারী শিল্পী রয়েছেন—যা তিনি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন। তাঁর ভাষ্য, “পারিবারিক দায়িত্ব সামলানোর পরও তাঁরা নিজেদের শিল্পচর্চা ধরে রেখেছেন। এই প্রদর্শনীতে জটিলতা নয়, সহজ যোগাযোগযোগ্য বিষয় উঠে এসেছে, যা দর্শকদের কাছে গ্রহণযোগ্য হবে।”

প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, “শিক্ষাজীবনের পরও তোমরা একসঙ্গে থেকে এই সুন্দর আয়োজন করতে পেরেছ—এটাই বড় সাফল্য। বিভিন্ন পেশায় ব্যস্ত থাকার পরও ছবি আঁকার ধারাবাহিকতা ধরে রাখা শিল্পীর পরিচয়কে আরও দৃঢ় করে। ভবিষ্যতে প্রত্যেকের একক প্রদর্শনী দেখার অপেক্ষায় রইলাম।”

প্রদর্শনীটি চারুকলা অনুষদের ১৬তম ব্যাচের প্রয়াত শিল্পী জুলকারনাইন আশজাদির স্মৃতির প্রতিও শ্রদ্ধা নিবেদন করেছে।

এ আয়োজনে রেখাচিত্র, পেইন্টিং, প্রিন্টমেকিং, ভাস্কর্য, জলরং, সিরামিক ও কারুশিল্পসহ বিভিন্ন মাধ্যমে শিল্পীরা তুলে ধরেছেন আবেগ, স্মৃতি, প্রকৃতি, নগরজীবন ও পরিচয়ের বৈচিত্র্যময় অভিব্যক্তি। ঐতিহ্য, পরীক্ষা–নিরীক্ষা ও সমকালীন দৃষ্টিভঙ্গির মেলবন্ধনে গড়ে উঠেছে প্রদর্শনীর শিল্পভুবন।

প্রদর্শনীতে অংশ নিয়েছেন—রাজিব আহমেদ, নাজমুস সাকিব, মো. রিয়াদ হোসেন, মেহনাজ তাবাসসুম অনন্যা, আরাশাতুল ফাতিমা সুলতানা, সাবরিনা ফারাহ, কামরুন নাহার ময়না, উপমা দাস তৃনা, নাহিদা নিসা, চঞ্চল কুমার বিশ্বাস, মেহেদী হাসান মিঠুন, সোমা সুরভী জান্নাত, নাফিয়া তাবাসসুম, তানজিমা তাবাচ্ছুম এশা, শেখ ফারহানা পারভীন টুম্পা, নাজমুন নাহার আকন্দ, কাজী আবু আবিদ, কোহিনূর আক্তার মীরা, হ্যাপি মণ্ডল, স্মিতা দাস তুলি, স্মৃতি খন্দকার, লিটন পাল রনি, হাবিব রহমান, মো. শফিকুল ইসলাম রাজরাজ, মোহাম্মদ আরিফুল ইসলাম (আরিফ), আঞ্জুমানারা সোনিয়া, আকলিমা ইকবাল, ইশিতা ইসলাম, শর্মী দাশগুপ্তা, জাহিদা হক চৈতী ও ফাহিমা আহমেদ।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত।