শিরোনাম
গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
- সর্বশেষ আপডেট ১২:৩৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / 71
রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে মার্কেটের তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে প্রথমে খোকন মন্ডলের কুকারিজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের আরও দুইটি দোকানে ছড়িয়ে যায়।
খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসসহ রাজবাড়ী সদর থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানান, অগ্নিকাণ্ডে অনেক ব্যবসায়ীর ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসন সব সময় ব্যবসায়ীদের পাশে আছে।





































