ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে তালাকের ২ ঘণ্টা পর পরকীয়া প্রেমিককে বিয়ে

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১২:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 281

গোপালগঞ্জে তালাকের ২ ঘণ্টা পর পরকীয়া প্রেমিককে বিয়ে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তালাকপ্রাপ্ত এক নারী স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মাত্র দুই ঘণ্টা পর পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন। বুধবার (২৫ জুন) দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, তিন বছর আগে দক্ষিণ হিরণ গ্রামের খায়রুল মোল্লার সঙ্গে পাশের চিতশী গ্রামের এক তরুণীর (২৫) বিয়ে হয়। তাদের একটি ছেলে রয়েছে। তবে স্বামী প্রায়ই জীবিকার প্রয়োজনে বাইরে থাকতেন, সেই সুযোগে তার স্ত্রী স্থানীয় যুবক হাসিব শেখের (২৫) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

মঙ্গলবার (২৪ জুন) রাতে হাসিব শেখ গোপনে ওই নারীর ঘরে এলে পরিবারের সদস্যরা দুজনকেই ধরে ফেলে এবং ঘরে শিকল দিয়ে বেঁধে রাখে। পরদিন বুধবার বিকেলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশ বৈঠকে স্বামী খায়রুল স্ত্রীকে তালাক দেন। এর দুই ঘণ্টা পর ঘাঘর বাজারে ৪ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে হাসিব শেখের সঙ্গে ওই নারীর বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পর হাসিব শেখ ও তার নববিবাহিতা স্ত্রী জানান, “আমরা খুশি, দাম্পত্য জীবনের জন্য সবার দোয়া চাই।”

তবে বিষয়টি নিয়ে আইনজীবী ও সামাজিক সংগঠনের নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী খান চমন-ই-এলাহী বলেন, “তালাকের ২ ঘণ্টা পর বিয়ে শরিয়ত ও আইন অনুযায়ী বৈধ নয়। সালিশকারীদের আইনের আওতায় আনা উচিত।”

উদীচী শিল্পীগোষ্ঠীর কোটালীপাড়া শাখার সাধারণ সম্পাদক রতন সেন কংকন বলেন, “সালিশের নামে অযোগ্য অপরাধ ফয়সালার ঘটনা বাড়ছে। এতে ভুক্তভোগীরা ন্যায্য বিচার থেকে বঞ্চিত হন।”

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গোপালগঞ্জে তালাকের ২ ঘণ্টা পর পরকীয়া প্রেমিককে বিয়ে

সর্বশেষ আপডেট ১২:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তালাকপ্রাপ্ত এক নারী স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মাত্র দুই ঘণ্টা পর পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন। বুধবার (২৫ জুন) দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, তিন বছর আগে দক্ষিণ হিরণ গ্রামের খায়রুল মোল্লার সঙ্গে পাশের চিতশী গ্রামের এক তরুণীর (২৫) বিয়ে হয়। তাদের একটি ছেলে রয়েছে। তবে স্বামী প্রায়ই জীবিকার প্রয়োজনে বাইরে থাকতেন, সেই সুযোগে তার স্ত্রী স্থানীয় যুবক হাসিব শেখের (২৫) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

মঙ্গলবার (২৪ জুন) রাতে হাসিব শেখ গোপনে ওই নারীর ঘরে এলে পরিবারের সদস্যরা দুজনকেই ধরে ফেলে এবং ঘরে শিকল দিয়ে বেঁধে রাখে। পরদিন বুধবার বিকেলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশ বৈঠকে স্বামী খায়রুল স্ত্রীকে তালাক দেন। এর দুই ঘণ্টা পর ঘাঘর বাজারে ৪ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে হাসিব শেখের সঙ্গে ওই নারীর বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পর হাসিব শেখ ও তার নববিবাহিতা স্ত্রী জানান, “আমরা খুশি, দাম্পত্য জীবনের জন্য সবার দোয়া চাই।”

তবে বিষয়টি নিয়ে আইনজীবী ও সামাজিক সংগঠনের নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী খান চমন-ই-এলাহী বলেন, “তালাকের ২ ঘণ্টা পর বিয়ে শরিয়ত ও আইন অনুযায়ী বৈধ নয়। সালিশকারীদের আইনের আওতায় আনা উচিত।”

উদীচী শিল্পীগোষ্ঠীর কোটালীপাড়া শাখার সাধারণ সম্পাদক রতন সেন কংকন বলেন, “সালিশের নামে অযোগ্য অপরাধ ফয়সালার ঘটনা বাড়ছে। এতে ভুক্তভোগীরা ন্যায্য বিচার থেকে বঞ্চিত হন।”

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”