গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক
- সর্বশেষ আপডেট ০৩:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 77
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নিহতের স্বামী আদিল (২৮)–কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় র্যাংগস ফ্যাক্টরির আবাসিক কোয়ার্টার থেকে রিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, জামালপুর সদরের চুনুটিয়া গ্রামের হালিম মণ্ডলের মেয়ে রিয়া বিয়ের পর স্বামী আদিলের সঙ্গে ওই ফ্যাক্টরির কোয়ার্টারে থাকতেন। আদিল সেখানে বাবুর্চি হিসেবে কাজ করতেন।
ঘটনার পর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আদিলকে হেফাজতে নেয়। আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে মনে করছে, পারিবারিক কলহ থেকেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. ইমরান আহম্মেদ জানান, “স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত এগোলে পুরো ঘটনা পরিষ্কার হবে।”



































