গুমের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- সর্বশেষ আপডেট ০৬:১৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / 116
আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুটি আলাদা মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আসামিদের আগামী ২২ অক্টোবরের মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই নির্দেশ দেন। শেখ হাসিনার সঙ্গে গ্রেফতারি পরোয়ানা প্রাপ্তদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকও রয়েছেন। বাকি আসামিদের অধিকাংশই সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা।
ট্রাইব্যুনালে গুমের দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষ। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ উপস্থাপন করে পরোয়ানা জারির আবেদন করেন, যা ট্রাইব্যুনাল মঞ্জুর করে।
প্রথম মামলায় শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। অন্যান্য আসামিদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র্যাবের সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালকরা, র্যাবের সাবেক পরিচালকবৃন্দ এবং ডিজিএফআই ও সিটিআইবি’র সাবেক উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
ছাত্র–জনতার আন্দোলনের সময় গত বছর স্বৈরাচার শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তার সরকারের মন্ত্রী আসাদুজ্জামান খানও বর্তমানে ভারতে অবস্থান করছেন। এছাড়া শেখ হাসিনার বোন শেখ রেহানার আত্নীয় তারিক সিদ্দিকও বিদেশে রয়েছেন।





































