শিরোনাম
গুম করে ভারতে নেওয়ার ঘটনা জানালেন সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক, সিলেট
- সর্বশেষ আপডেট ০৬:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 210
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তাকে গুম করে চোখ বেঁধে তামাবিল সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে নিয়ে যাওয়া হয়েছিল।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে সিলেটের তামাবিল সীমান্তে আওয়ামী সরকারের আমলে গুম হওয়ার ঘটনায় নির্মিত ডকুমেন্টারিতে অংশ নেওয়ার পর এ তথ্য জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ জানান, ২০১৫ সালে সীমান্ত দিয়ে গুম করে তাকে শিলংয়ে নেওয়া হয়। এর আগে ৬১ দিন তিনি নিখোঁজ ছিলেন। চোখ বেঁধে ছেড়ে দেওয়ার সময় মানসিকভাবে তিনি বিপর্যস্ত ছিলেন।
তিনি আরও বলেন, বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় ৯ বছর পর দেশে ফিরতে সক্ষম হন। সালাহউদ্দিন আহমদ জানান, বর্তমান সরকারের সময়ে দেশে ফেরার পথ সহজ হয়েছে।
এদিকে সিলেটে তাকে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা। তবে কোনো দলীয় কর্মসূচি নেই বলে তারা জানিয়েছেন।
































