গিলের দরকার ৮৯ রান, ভাঙতে পারেন ব্র্যাডম্যানের রেকর্ড
- সর্বশেষ আপডেট ১২:২৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / 280
স্মরণীয় এক কীর্তির সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক শুবমান গিল। স্যার ডন ব্র্যাডম্যানের ৯০ বছরের পুরোনো একটি রেকর্ড ভাঙার আর মাত্র ৮৯ রান দূরে তিনি।
একটি সিরিজে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন ব্র্যাডম্যান। ১৯৩৬-৩৭ অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে তিনি করেছিলেন ৮১০ রান। এদিকে চলমান ইংল্যান্ড সফরে এখন পর্যন্ত গিল করেছেন ৭২২ রান। আজ (৩১ জুলাই) থেকে শুরু হওয়া ওভাল টেস্টে এই রেকর্ড ছুঁতে হলে তার দরকার আর মাত্র ৮৯ রান।
শুধু এটিই নয়, আরেকটি রেকর্ডও হাতছানি দিচ্ছে গিলকে। একটি সিরিজে চারটি সেঞ্চুরির মালিক এখন পর্যন্ত কেবল দুই কিংবদন্তি, ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্কার। ওল্ড ট্রাফোর্ড টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে তাদের কাতারে চলে এসেছেন গিল। আজ ওভাল টেস্টে আরেকটি সেঞ্চুরি পেলেই ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে এক সিরিজে চার সেঞ্চুরির মালিক হবেন তিনি।
তবে ব্যাটে রান যোগ করার পাশাপাশি গিলকে লড়তে হবে আবহাওয়ার বিরুদ্ধেও। পূর্বাভাস বলছে, ওভাল টেস্টের পাঁচ দিনই লন্ডনের আকাশ থাকবে মেঘলা। প্রথম দিন বৃষ্টির সম্ভাবনা ৭৭ শতাংশ। দ্বিতীয় দিন কিছুটা ভালো হলেও, শেষ দিনগুলোতেও বৃষ্টির আশঙ্কা থেকে যাবে।

তাপমাত্রাও থাকবে ১৩ থেকে ২৪ ডিগ্রির মধ্যে। ফলে বল সুইং করবে বেশি, যা ইংলিশ বোলারদের হাতে দেবে বাড়তি সুবিধা।
টেস্ট সিরিজের চিত্রও নাটকীয়। হেডিংলিতে প্রথম টেস্ট হারে ভারত। এরপর এজবাস্টনে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় দলটি। তবে লর্ডসে হেরে যায় ২২ রানে। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ ড্র হয়। এখন ওভালে জিতলে সিরিজ হবে ২-২ সমতায়।
২০০৭ সালে শেষবার ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতেছিল ভারত। ২০২১-২২ মৌসুমে সিরিজটি ড্র হয়েছিল ২-২ তে।
শেষ ম্যাচের আগের দিন অধিনায়ক গিল বলেন, “প্রতিটি ম্যাচেই চার দিন পর্যন্ত বোঝা যাচ্ছিল না কে জিতবে। বিদেশের মাটিতে এমন তরুণ দল নিয়ে লড়াই করা আমাদের বড় প্রাপ্তি। সিরিজে সমতা আনতে পারলে সেটা হবে আমাদের জন্য একটি বড় অর্জন।”































