ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গায়ানায় কূটনৈতিক মিশন খুলছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 7

জর্জটাউন

গায়ানায় নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। দেশটির রাজধানী জর্জটাউনে মিশনটি চালু করতে দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত জনবলের একটি অংশ পাঠানো হবে। প্রাথমিকভাবে একজন ফার্স্ট সেক্রেটারি বা কাউন্সিলরের নেতৃত্বে মিশনটি পরিচালিত হবে।

বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গায়ানা বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। দেশটিতে ব্যাপক তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রম চলছে এবং গত বছর তাদের জিডিপি প্রবৃদ্ধি প্রায় ৫০ শতাংশে পৌঁছেছে।

তিনি বলেন, নতুন মিশনের মাধ্যমে বাংলাদেশ গায়ানায় দক্ষ জনশক্তি পাঠানোর সুযোগ বাড়াতে চায়। বিশেষ করে চিকিৎসক, কৃষি সংশ্লিষ্ট কর্মী ও অন্যান্য পেশাজীবীদের জন্য সেখানে কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

এছাড়া গায়ানার বিস্তীর্ণ কৃষিজমি, যেখানে ধান ও চিনির আখ উৎপাদন হয়, সেগুলো লিজ নিয়ে বাংলাদেশের কৃষি বিনিয়োগের সুযোগও বিবেচনায় নেওয়া হচ্ছে। সরকারের ধারণা, এ উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের জন্য বড় পরিসরের আন্তর্জাতিক বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিতে পারে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সম্ভাবনা ও সুযোগ কাজে লাগাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গায়ানায় কূটনৈতিক মিশন খুলছে বাংলাদেশ

সর্বশেষ আপডেট ১০:৩৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

গায়ানায় নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। দেশটির রাজধানী জর্জটাউনে মিশনটি চালু করতে দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত জনবলের একটি অংশ পাঠানো হবে। প্রাথমিকভাবে একজন ফার্স্ট সেক্রেটারি বা কাউন্সিলরের নেতৃত্বে মিশনটি পরিচালিত হবে।

বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গায়ানা বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। দেশটিতে ব্যাপক তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রম চলছে এবং গত বছর তাদের জিডিপি প্রবৃদ্ধি প্রায় ৫০ শতাংশে পৌঁছেছে।

তিনি বলেন, নতুন মিশনের মাধ্যমে বাংলাদেশ গায়ানায় দক্ষ জনশক্তি পাঠানোর সুযোগ বাড়াতে চায়। বিশেষ করে চিকিৎসক, কৃষি সংশ্লিষ্ট কর্মী ও অন্যান্য পেশাজীবীদের জন্য সেখানে কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

এছাড়া গায়ানার বিস্তীর্ণ কৃষিজমি, যেখানে ধান ও চিনির আখ উৎপাদন হয়, সেগুলো লিজ নিয়ে বাংলাদেশের কৃষি বিনিয়োগের সুযোগও বিবেচনায় নেওয়া হচ্ছে। সরকারের ধারণা, এ উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের জন্য বড় পরিসরের আন্তর্জাতিক বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিতে পারে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সম্ভাবনা ও সুযোগ কাজে লাগাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।