গাজীপুরের আলোচিত সেই পুলিশ কমিশনার বরখাস্ত
- সর্বশেষ আপডেট ০২:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / 54
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
রোববার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির স্বাক্ষরে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে নাজমুল করিম খানকে সরকারি কর্ম থেকে বিরত রাখা প্রয়োজন ও যৌক্তিক। তাই সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং নিয়ম অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
এর আগে চলতি বছরের আগস্টে এক জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, নাজমুল করিম খান প্রতিদিন ঢাকার গুলশান থেকে গাজীপুরে যাতায়াতের সময় টঙ্গী কলেজগেট এলাকায় উড়ালসড়ক একমুখী করে দেওয়া হতো। তার চলাচলের সময় গাজীপুর থেকে ঢাকামুখী লেন বন্ধ রাখা এবং ফেরার সময় উল্টো দিকের লেন বন্ধ করার অভিযোগ ওঠে।
এ ঘটনায় ব্যাপক সমালোচনা হয় এবং বিষয়টি পুলিশের সদর দপ্তরের প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয়। পরে ১ সেপ্টেম্বর আইজিপি বাহারুল আলমের স্বাক্ষরিত আদেশে নাজমুল করিম খানকে জিএমপি কমিশনার পদ থেকে প্রত্যাহার করে সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়।































