গাজীপুরে বেতনের দাবিতে বিক্ষোভ
- সর্বশেষ আপডেট ১১:৩৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / 164
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে বকেয়া বেতন, পদোন্নতি ও ভারতীয় কর্মকর্তাদের অপসারণসহ ১০ দফা দাবিতে রোববার (২৭ জুলাই) সকালে বিক্ষোভে ফেটে পড়ে আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা। সকাল সাড়ে ৭টা থেকে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এতে দুই পাশে তৈরি হয় দীর্ঘ যানজট, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা।
শ্রমিকদের মহাসড়কে অবস্থান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করলে উত্তেজনা বাড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। সকাল ১০টার দিকে অবরোধ উঠে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামো কার্যকর না হওয়া এবং সাত মাসের বকেয়া ইনক্রিমেন্টসহ এরিয়ার বিল না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা। আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, প্রশাসনের দোরে বহুবার ধর্ণা দিয়েও মেলেনি প্রতিকার।
দাবিগুলোর মধ্যে রয়েছে:
জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বকেয়া বিল ১ আগস্টের মধ্যে পরিশোধ
শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদায়ন ও অযোগ্যদের অপসারণ
বার্ষিক বেতন বৃদ্ধির নিশ্চয়তা
আন্দোলনের সময় হাজিরা গণনা
পুরাতন-নতুন শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো
সিভিল কর্মীদের জন্য ৫০০ টাকা দৈনিক হাজিরা ও ১৫০০ টাকা বোনাস
আন্দোলনের পর ছাঁটাই হলে পুনরায় আন্দোলনের ঘোষণা
বয়স্কভাতা ও পুরাতন সুযোগ-সুবিধা পুনর্বহাল
ভারতীয় কর্মকর্তাদের অপসারণ
এদিকে, প্রতিষ্ঠানের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা দাবি করেন, বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাধীন থাকলেও কিছু উশৃঙ্খল শ্রমিক পরিস্থিতি ঘোলাটে করেছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি জানান, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয়।































