গাজীপুরে বিদ্যুৎ থাকবে না ২ দিন
- সর্বশেষ আপডেট ১২:৩৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 90
গাজীপুরের কালীগঞ্জে কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ও শুক্রবার (২৮ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আক্তার হোসেনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় গ্রিড লাইনের রক্ষণাবেক্ষণ কাজ করার কারণে উপজেলার তিনটি পৃথক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের কথা জানিয়েছে পল্লীবিদ্যুৎ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ ও ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় লাইনে রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময়ে কালীগঞ্জ, সেভেন রিংস এবং জাংগালিয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় কালীগঞ্জ উপজেলা, কালীগঞ্জ থানা এলাকা এবং প্রোপার ফিডার বিকল্পভাবে সচল রাখা হবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ।
































