শিরোনাম
গাজীপুরে ছুরিকাঘাতে যুবক খুন, হত্যার পর ফেসবুকে স্ট্যাটাস
নিজস্ব প্রতিবদেক, টঙ্গী (গাজীপুর)
- সর্বশেষ আপডেট ১২:২৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 75
গাজীপুরের গাছা তারগাছ কবরস্থান এলাকায় পূর্ব শত্রুতার জেরে মারুফ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন জামিল নামে আরও এক যুবক।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় দুলাল মেম্বারের বাড়ির পেছনের কবরস্থানের পশ্চিম পাশে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, রনি নামে এক যুবক তার দুই সহযোগীসহ এ হামলা চালায়। হত্যার আগে রনি ফেসবুকে জামিলকে হত্যার হুমকি দিয়েছিল।
আর হত্যার মাত্র আধা ঘণ্টা পর রনি নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেয়- “থার্ড মার্ডার ডান, আমি এলাকায় আছি, পারলে আমারে কিছু কর। স্ট্যাটাসটি ছড়িয়ে পড়তেই এলাকায় দেখা দেয় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক।
পুলিশ জানিয়েছে, আসামিকে চিহ্নিত করা হয়েছে, তাকে গ্রেফতারের অভিযান চলছে।
































