ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সর্বশেষ আপডেট ১০:১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 110

গাজীপুরে কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চৌরাস্তা মুদিখানা মার্কেটের ভেতরে আগুনের সূত্রপাত হয়।

কাঁচাবাজারের ব্যবসায়ীরা জানান, ভোর পৌনে ৬টার দিকে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা দিলে মুহূর্তেই তা পাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে পরিস্থিতি জটিল হয়ে উঠলে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, শাপলা ম্যানশনের পেছনের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রাথমিক চেষ্টা ব্যর্থ হলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, শুরুতে পানির স্বল্পতা ও ঘন ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে সমস্যা হয়। পরে পাশের পুকুর ও শাপলা ম্যানশন থেকে পানি সরবরাহ করে আগুন মোকাবিলা করা সম্ভব হয়। সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে, বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে।

অগ্নিকাণ্ডে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গাজীপুরে কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

সর্বশেষ আপডেট ১০:১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চৌরাস্তা মুদিখানা মার্কেটের ভেতরে আগুনের সূত্রপাত হয়।

কাঁচাবাজারের ব্যবসায়ীরা জানান, ভোর পৌনে ৬টার দিকে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা দিলে মুহূর্তেই তা পাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে পরিস্থিতি জটিল হয়ে উঠলে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, শাপলা ম্যানশনের পেছনের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রাথমিক চেষ্টা ব্যর্থ হলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, শুরুতে পানির স্বল্পতা ও ঘন ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে সমস্যা হয়। পরে পাশের পুকুর ও শাপলা ম্যানশন থেকে পানি সরবরাহ করে আগুন মোকাবিলা করা সম্ভব হয়। সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে, বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে।

অগ্নিকাণ্ডে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।