ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
গভীর নলকূপে আটকা শিশু

২০ ঘণ্টায়ও হয়নি উদ্ধার, চলছে সুরঙ্গ খোঁড়ার কাজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
  • সর্বশেষ আপডেট ১০:১৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 63

দীর্ঘ ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপে আটকে পড়া শিশু সাজিদকে (২) উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তাকে জীবিত উদ্ধারে এখনো প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নলকূপের পাশে প্রায় ৩০ ফুট গর্ত খোঁড়ার কাজ শেষ। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা সুরঙ্গ খোঁড়ার কাজ শুরু করছেন শিশুটিকে উদ্ধারের জন্য।

জানা গেছে, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপে শিশুটি পড়ে যায়। খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে নামেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথম অবস্থায় একটি স্কেভেটর দিয়ে মাটি খননের কাজ শুরু করা হয়। পরবর্তী সময় আরও দুটি স্কেভেটর দিয়ে মাটি খনন করা হয়। এমনভাবে রাতভর অভিযান পরিচালনা করে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট।

বৃহস্পতিবার সকাল ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি উদ্ধার করা সম্ভব হয়নি। সকাল হতে না হতে উদ্ধার অভিযান স্থলে শত শত উৎসুক মানুষ ভিড় জমিয়েছে। তাদের সরাতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

এর আগে, বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফা নলকূপের ৩০ ফুট গর্তে ক্যামেরা নামান ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু ওপর থেকে পড়া মাটি ও খরের কারণে শিশুটিকে তারা দেখতে পাননি। তবে একই দিন দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা যায়।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, উদ্ধার কাজ চলছে। গর্ত কাটা শেষে সুরঙ্গ তৈরি করছেন তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গভীর নলকূপে আটকা শিশু

২০ ঘণ্টায়ও হয়নি উদ্ধার, চলছে সুরঙ্গ খোঁড়ার কাজ

সর্বশেষ আপডেট ১০:১৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপে আটকে পড়া শিশু সাজিদকে (২) উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তাকে জীবিত উদ্ধারে এখনো প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নলকূপের পাশে প্রায় ৩০ ফুট গর্ত খোঁড়ার কাজ শেষ। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা সুরঙ্গ খোঁড়ার কাজ শুরু করছেন শিশুটিকে উদ্ধারের জন্য।

জানা গেছে, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপে শিশুটি পড়ে যায়। খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে নামেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথম অবস্থায় একটি স্কেভেটর দিয়ে মাটি খননের কাজ শুরু করা হয়। পরবর্তী সময় আরও দুটি স্কেভেটর দিয়ে মাটি খনন করা হয়। এমনভাবে রাতভর অভিযান পরিচালনা করে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট।

বৃহস্পতিবার সকাল ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি উদ্ধার করা সম্ভব হয়নি। সকাল হতে না হতে উদ্ধার অভিযান স্থলে শত শত উৎসুক মানুষ ভিড় জমিয়েছে। তাদের সরাতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

এর আগে, বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফা নলকূপের ৩০ ফুট গর্তে ক্যামেরা নামান ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু ওপর থেকে পড়া মাটি ও খরের কারণে শিশুটিকে তারা দেখতে পাননি। তবে একই দিন দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা যায়।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, উদ্ধার কাজ চলছে। গর্ত কাটা শেষে সুরঙ্গ তৈরি করছেন তারা।