ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটের তারিখ পরিবর্তন করা উচিত: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
  • সর্বশেষ আপডেট ০৫:২৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 70

গণভোটের তারিখ পরিবর্তন করা উচিত: গোলাম পরওয়ার

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার (৩০ নভেম্বর) রাজশাহীর মাদরাসা ময়দানে অনুষ্ঠিত আট দলীয় বিভাগীয় সমাবেশে তিনি এই দাবি জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে। এভাবে নির্বাচন সুষ্ঠু করা কঠিন হয়ে যাবে।” তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কিছু পরামর্শদাতা একই দিনে নির্বাচন ও গণভোটের গেজেট প্রকাশ করায় বিভ্রান্তি সৃষ্টি করেছেন।

তিনি আরও বলেন, “সরকারের গেজেট কোনো ওহির বাণী নয়। প্রয়োজনে তা সংশোধন করে প্রথমে গণভোট, পরে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।” এসময় জুলাই সনদের সাংবিধানিক সংস্কার প্রকাশ না করাকে তিনি জনগণের জানার অধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।

মিয়া গোলাম পরওয়ার সমাবেশে বলেন, নির্বাচনের আগে এখনও প্রশাসনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সভা-সমাবেশে হামলার অভিযোগ তুলে তিনি বলেন, “এই পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”

তিনি আদালতপাড়ায় প্রকাশ্যে হত্যার সাম্প্রতিক ঘটনার দিকে ইঙ্গিত দিয়ে বলেন, “যে দেশে আদালতের সামনে হত্যা হয়, সেই দেশে নির্বাচনের দিনে ভোট ডাকাতি বা হামলার আশঙ্কা থেকে যায়।”

জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, এতে দুর্নীতি, সন্ত্রাস ও ভিন্নমত দমনের রাজনীতির পরিবর্তনের পথ সুগম হবে।

সমাবেশে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা বার্তা পাঠ করে অংশগ্রহণকারীদের কাছে শুনানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণভোটের তারিখ পরিবর্তন করা উচিত: গোলাম পরওয়ার

সর্বশেষ আপডেট ০৫:২৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার (৩০ নভেম্বর) রাজশাহীর মাদরাসা ময়দানে অনুষ্ঠিত আট দলীয় বিভাগীয় সমাবেশে তিনি এই দাবি জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে। এভাবে নির্বাচন সুষ্ঠু করা কঠিন হয়ে যাবে।” তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কিছু পরামর্শদাতা একই দিনে নির্বাচন ও গণভোটের গেজেট প্রকাশ করায় বিভ্রান্তি সৃষ্টি করেছেন।

তিনি আরও বলেন, “সরকারের গেজেট কোনো ওহির বাণী নয়। প্রয়োজনে তা সংশোধন করে প্রথমে গণভোট, পরে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।” এসময় জুলাই সনদের সাংবিধানিক সংস্কার প্রকাশ না করাকে তিনি জনগণের জানার অধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।

মিয়া গোলাম পরওয়ার সমাবেশে বলেন, নির্বাচনের আগে এখনও প্রশাসনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সভা-সমাবেশে হামলার অভিযোগ তুলে তিনি বলেন, “এই পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”

তিনি আদালতপাড়ায় প্রকাশ্যে হত্যার সাম্প্রতিক ঘটনার দিকে ইঙ্গিত দিয়ে বলেন, “যে দেশে আদালতের সামনে হত্যা হয়, সেই দেশে নির্বাচনের দিনে ভোট ডাকাতি বা হামলার আশঙ্কা থেকে যায়।”

জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, এতে দুর্নীতি, সন্ত্রাস ও ভিন্নমত দমনের রাজনীতির পরিবর্তনের পথ সুগম হবে।

সমাবেশে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা বার্তা পাঠ করে অংশগ্রহণকারীদের কাছে শুনানো হয়।