ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটে ‘হ্যাঁ’ দিলে জুলাই সনদের ম্যান্ডেট পূর্ণ হবে: আলী রীয়াজ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 62

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান থেকেই দেশের সংস্কারের সবচেয়ে বড় ম্যান্ডেট এসেছে এবং গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে সেই ম্যান্ডেটকে পূর্ণতা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, শহিদ আবু সাঈদের আত্মত্যাগ দেখিয়েছে যে, ন্যায়ের পক্ষে দাঁড়ালে বিজয় নিশ্চিত।

বুধবার রংপুরের শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘একাত্তরের ধারাবাহিকতায় ২০২৪ সালে আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের মোকাবিলা করেছি। গণভোটকে সফল করতে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’

বিশেষ অতিথি অধ্যাপক মনির হায়দার বলেন, ‘গণভোট কারো একার উদ্যোগ নয়। দেশের সব রাজনৈতিক দল, আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ মিলে জুলাই সনদ তৈরি করেছে। যারা ‘না’ বলে, তারা প্রকৃতপক্ষে ফ্যাসিবাদের পক্ষে কথা বলছে।’

সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম ও পুলিশ কমিশনার মো. মজিদ আলী উপস্থিত ছিলেন। সম্মেলনের সভাপতিত্ব করেন রংপুর কারমাইকেল কলেজ জামে মসজিদের খতিব মোহাম্মদ আলী সরকার। রংপুর বিভাগের বিভিন্ন জেলার ইমামরা এতে অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণভোটে ‘হ্যাঁ’ দিলে জুলাই সনদের ম্যান্ডেট পূর্ণ হবে: আলী রীয়াজ

সর্বশেষ আপডেট ০৩:৫৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান থেকেই দেশের সংস্কারের সবচেয়ে বড় ম্যান্ডেট এসেছে এবং গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে সেই ম্যান্ডেটকে পূর্ণতা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, শহিদ আবু সাঈদের আত্মত্যাগ দেখিয়েছে যে, ন্যায়ের পক্ষে দাঁড়ালে বিজয় নিশ্চিত।

বুধবার রংপুরের শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘একাত্তরের ধারাবাহিকতায় ২০২৪ সালে আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের মোকাবিলা করেছি। গণভোটকে সফল করতে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’

বিশেষ অতিথি অধ্যাপক মনির হায়দার বলেন, ‘গণভোট কারো একার উদ্যোগ নয়। দেশের সব রাজনৈতিক দল, আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ মিলে জুলাই সনদ তৈরি করেছে। যারা ‘না’ বলে, তারা প্রকৃতপক্ষে ফ্যাসিবাদের পক্ষে কথা বলছে।’

সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম ও পুলিশ কমিশনার মো. মজিদ আলী উপস্থিত ছিলেন। সম্মেলনের সভাপতিত্ব করেন রংপুর কারমাইকেল কলেজ জামে মসজিদের খতিব মোহাম্মদ আলী সরকার। রংপুর বিভাগের বিভিন্ন জেলার ইমামরা এতে অংশ নেন।