ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিবেন, রংপুরে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, রংপুর
  • সর্বশেষ আপডেট ০৯:১৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 46

তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বিকেলে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি ভোটারদের আহ্বান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোটের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে রায় দেবেন।

তিনি বলেন, “আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, তা রক্ষা করতে হবে। এজন্য সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে দায়িত্বশীলভাবে ভোট দিতে হবে।”

সভায় তিনি রংপুরের কৃষি, নারী ক্ষমতায়ন ও উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতিও তুলে ধরেন। তার বক্তব্য অনুযায়ী, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ঋণ মওকুফ করা হবে, বিনামূল্যে বীজ ও কীটনাশক সরবরাহ করা হবে এবং ‘ফ্যামিলি কার্ড’ চালু করে নারীদের অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি করা হবে। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও খাল খনন প্রকল্পের মাধ্যমে রংপুরের বৈষম্য দূরীকরণের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

রংপুর সফরের আগে তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। জনসভায় কেন্দ্রীয় নেতারা ছাড়াও রংপুর বিভাগের ৩৩টি আসনের বিএনপি প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিবেন, রংপুরে তারেক রহমান

সর্বশেষ আপডেট ০৯:১৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বিকেলে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি ভোটারদের আহ্বান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোটের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে রায় দেবেন।

তিনি বলেন, “আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, তা রক্ষা করতে হবে। এজন্য সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে দায়িত্বশীলভাবে ভোট দিতে হবে।”

সভায় তিনি রংপুরের কৃষি, নারী ক্ষমতায়ন ও উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতিও তুলে ধরেন। তার বক্তব্য অনুযায়ী, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ঋণ মওকুফ করা হবে, বিনামূল্যে বীজ ও কীটনাশক সরবরাহ করা হবে এবং ‘ফ্যামিলি কার্ড’ চালু করে নারীদের অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি করা হবে। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও খাল খনন প্রকল্পের মাধ্যমে রংপুরের বৈষম্য দূরীকরণের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

রংপুর সফরের আগে তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। জনসভায় কেন্দ্রীয় নেতারা ছাড়াও রংপুর বিভাগের ৩৩টি আসনের বিএনপি প্রার্থীরা উপস্থিত ছিলেন।