ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
তারেক রহমানের অভিযোগ

গণতন্ত্রে ফেরার পথে ষড়যন্ত্র চলছে

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
  • সর্বশেষ আপডেট ০৯:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / 161

তারেক রহমানের অভিযোগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার পথে নানা ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, বিএনপি দেশের অগ্রগতির জন্য পরিকল্পনা করছে, কিন্তু এসব পরিকল্পনা বাস্তবায়ন রোধে বিভিন্ন মহল সক্রিয় রয়েছে।

সোমবার বিকেলে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। নওগাঁ শহরের বালুডাঙ্গা এলাকায় কনভেনশন সেন্টারে ১৫ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তারেক রহমান জানান, স্বৈরাচার পতনের পর দ্বিতীয় পর্ব শুরু হয়েছে, যেখানে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাই প্রধান লক্ষ্য। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির আগে যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি ঠেকাতে চক্রান্ত চলছে। এজন্য তিনি দুইটি বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান; সুসময়ের সুযোগ নিতে আসা স্বার্থান্বেষী ব্যক্তিদের থেকে সাবধান থাকা এবং দলীয় ঐক্য বজায় রাখা।

তিনি আরও বলেন, বিএনপি যদি নির্বাচনে জিতে সরকার গঠনও করে, তবে বেকারত্ব, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা খাতে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এজন্য দল পরিকল্পনা প্রণয়ন করছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, জনগণ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। তাদের আস্থা অর্জন করে নির্বাচনে জয়লাভের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। এছাড়া দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

দ্বিতীয় অধিবেশনে জেলার ১১টি উপজেলা ও তিনটি পৌর কমিটির ১,৪১৪ জন কাউন্সিলরের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন হওয়ার কথা রয়েছে, যেখানে শীর্ষ তিনটি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তারেক রহমানের অভিযোগ

গণতন্ত্রে ফেরার পথে ষড়যন্ত্র চলছে

সর্বশেষ আপডেট ০৯:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার পথে নানা ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, বিএনপি দেশের অগ্রগতির জন্য পরিকল্পনা করছে, কিন্তু এসব পরিকল্পনা বাস্তবায়ন রোধে বিভিন্ন মহল সক্রিয় রয়েছে।

সোমবার বিকেলে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। নওগাঁ শহরের বালুডাঙ্গা এলাকায় কনভেনশন সেন্টারে ১৫ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তারেক রহমান জানান, স্বৈরাচার পতনের পর দ্বিতীয় পর্ব শুরু হয়েছে, যেখানে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাই প্রধান লক্ষ্য। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির আগে যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি ঠেকাতে চক্রান্ত চলছে। এজন্য তিনি দুইটি বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান; সুসময়ের সুযোগ নিতে আসা স্বার্থান্বেষী ব্যক্তিদের থেকে সাবধান থাকা এবং দলীয় ঐক্য বজায় রাখা।

তিনি আরও বলেন, বিএনপি যদি নির্বাচনে জিতে সরকার গঠনও করে, তবে বেকারত্ব, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা খাতে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এজন্য দল পরিকল্পনা প্রণয়ন করছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, জনগণ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। তাদের আস্থা অর্জন করে নির্বাচনে জয়লাভের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। এছাড়া দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

দ্বিতীয় অধিবেশনে জেলার ১১টি উপজেলা ও তিনটি পৌর কমিটির ১,৪১৪ জন কাউন্সিলরের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন হওয়ার কথা রয়েছে, যেখানে শীর্ষ তিনটি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।