গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
- সর্বশেষ আপডেট ০৪:৩২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / 101
নওগাঁয় জেলা-উপজেলার শতাধিক নেতাকর্মী গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে একযোগে পদত্যাগ করেছেন। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ পদত্যাগের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে এবাদুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, সংগঠন নীতি, নৈতিকতা ও আদর্শের কথা বলে শুরু হলেও তা থেকে বিচ্যুত হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে এবং তাদের সঙ্গে স্বৈরাচারী আচরণ করা হয়েছে। জেলা কমিটি গঠনের সময় উপকমিটির মতামত উপেক্ষা করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কমিটি গঠনে অর্থ সংগ্রহ ও বাণিজ্য হয়েছে, যা চাপ ও অবিচার হিসেবে অনুভূত হচ্ছে।
জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খান বলেন, নওগাঁ জেলা কমিটিতে সাধারণ সম্পাদক পদে যে নাম ঘোষণা করা হয়েছে, তার যোগ্যতা নেই এবং স্বজনপ্রীতির কারণে এই পদ দেওয়া হয়েছে। তিনি জানান, এই কমিটিকে তারা প্রত্যাখ্যান করেছেন এবং নওগাঁ জেলায় গণঅধিকার পরিষদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নওগাঁ জেলার গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং কেন্দ্রীয় কমিটির বর্তমান ঘোষণার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
এর আগে ২০ আগস্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁন নওগাঁ জেলা শাখার ৬৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করেন। এতে সভাপতি করা হয়েছে আবু সাদাত সৌখিনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মোশাররফ হোসেন ইমনকে। মোশাররফ হোসেন জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং আহত হয়েছেন।































