গণঅধিকার পরিষদের প্রার্থী ইশরাককে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার
- সর্বশেষ আপডেট ০৭:২০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / 8
ঢাকা-৬ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম তার প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন ঘোষণা করেছেন।
শুক্রবার রাজধানীর সূত্রাপুর থানার ক্যাপিটাল জেনারেল হাসপাতালের সামনে অনুষ্ঠিত এক পথসভায় ফখরুল ইসলাম এই ঘোষণা দেন। তিনি বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সিদ্ধান্ত অনুযায়ী তিনি বিএনপির প্রার্থীকে সমর্থন জানাচ্ছেন।
ফখরুল ইসলাম আরও জানান, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতার কারণে তারা আগে রাজপথে একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছেন। সেই ঐক্যকে নির্বাচনি ময়দানে কাজে লাগানোর উদ্দেশ্যেই এখন গণঅধিকার পরিষদ ও বিএনপির নেতাকর্মীরা একযোগে কাজ করবেন।
তিনি ঘোষণা করেন, ঢাকা-৬ আসনের গণঅধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের সকল নেতাকর্মী বিএনপির পক্ষে মাঠে কাজ করবেন। আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইশরাক হোসেনকে বিজয়ী করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু এবং সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক মো. আজিজুল ইসলাম।

































