ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় সৌদি প্রবাসীকে এলোপাতাড়ি গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা
  • সর্বশেষ আপডেট ১১:৩৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 93

খুলনায় সৌদি প্রবাসীকে এলোপাতাড়ি গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় সোহেল হাওলাদার নামে এক সৌদি আরব প্রবাসীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের মানিক সরদারের বালুর মাঠের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে।

নিহত সোহেল হাওলাদার ওই এলাকার মৃত রুস্তম হাওলাদারের ছেলে এবং দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসী ছিলেন।

পুলিশ জানায়, দোকান থেকে খাবার কিনতে বাড়ি থেকে বের হন সোহেল। এ সময় দুর্বৃত্তরা তার গতিরোধ করে বুকের বাম পাশে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তাকে অন্তত আটটি গুলি করা হয়েছে। হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন রূপসা থানার পরিদর্শক আব্দুল সবুর খান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খুলনায় সৌদি প্রবাসীকে এলোপাতাড়ি গুলি করে হত্যা

সর্বশেষ আপডেট ১১:৩৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

খুলনার রূপসা উপজেলায় সোহেল হাওলাদার নামে এক সৌদি আরব প্রবাসীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের মানিক সরদারের বালুর মাঠের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে।

নিহত সোহেল হাওলাদার ওই এলাকার মৃত রুস্তম হাওলাদারের ছেলে এবং দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসী ছিলেন।

পুলিশ জানায়, দোকান থেকে খাবার কিনতে বাড়ি থেকে বের হন সোহেল। এ সময় দুর্বৃত্তরা তার গতিরোধ করে বুকের বাম পাশে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তাকে অন্তত আটটি গুলি করা হয়েছে। হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন রূপসা থানার পরিদর্শক আব্দুল সবুর খান।