খুলনায় শিশু হত্যায় জড়িত ফয়সালের বাড়িতে আগুন
- সর্বশেষ আপডেট ০৩:৫৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 130
খুলনার দিঘলিয়ায় ৭ বছরের শিশু জিসান হত্যার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ফয়সালের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে, নিহত জিসানের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে ফয়সালসহ তার বাবা-মাকে আসামি করে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে ফয়সাল (২৫), তার বাবা জিএম হান্নান (৫২) ও মা মাহিনুর বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে।
দিঘলিয়া থানার এসআই লিটন কুমার মণ্ডল জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির ময়নাতদন্ত শেষে মরদেহ শেরপুরে দাফন করা হবে। তিনি আরও বলেন, গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে, এলাকাবাসী জিসান হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে। তারা হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে চাচার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ হয় জিসান। শনিবার (১১ অক্টোবর) বিকেলে দিঘলিয়ার দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন জিএম হান্নান হোসেনের বাড়ির উঠান থেকে তার হাত-পা বাঁধা ও ধারালো অস্ত্রে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ ও যৌথবাহিনী।
































