খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী
- সর্বশেষ আপডেট ১২:২৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / 67
খুলনা-১ আসনে (বটিয়াঘাটা ও দাকোপ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করা হয়েছে। আসনটিতে নতুন প্রার্থী হিসেবে দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর নাম।
জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন জানান, গত ১ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ সিদ্ধান্ত দিয়ে যাওয়ার পর বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয় পর্যায়ের নেতাদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় এবং ওই সিদ্ধান্তই বহাল থাকে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে। এর মধ্যে বাকি পাঁচটি আসনের প্রার্থী ঠিক থাকলেও শুধু খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তন করে হিন্দু প্রার্থী করা ঘোষণা করা হয়েছে। আসনটিতে ঘোষণার প্রায় ১০ মাসের ব্যবধানে প্রার্থী পরিবর্তন করলো দলটি। আর খুলনায় প্রথম জামায়াতে হিন্দু প্রার্থী দিল দলটি।
খুলনা-১ আসনটি দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত। সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৫৪২ জন। এর মধ্যে ঠিক কতজন হিন্দু ভোটার সেটি জানা না গেলেও একাধিক সূত্র বলছে অন্তত ৪০ থেকে ৪২ শতাংশই হিন্দু ভোটার। এজন্য জামায়াতের মতো একটি ইসলামিক দলও শেষ পর্যন্ত হিন্দু প্রার্থী খুঁজে নিয়েছে। যদিও ওই প্রার্থী পার্শ্ববর্তী খুলনা-৫ আসনের তথা ডুমুরিয়ার বাসিন্দা। যিনি ইতঃপূর্বে মিয়া গোলাম পরওয়ারের পক্ষে একাধিক সমাবেশে যোগ দিয়ে বলেছেন, নতুন প্রজন্মের প্রথম ভোট, দাঁড়িপাল্লার পক্ষে হোক।
জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী বলেন, আমাকে জামায়াতের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। খুব শিগগির প্রচারণা শুরু করবো।
































