ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খুনির কঠোরতম শাস্তি চান জয়া

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:২৪:১১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / 66

অভিনেত্রী জয়া আহসান। ফাইল ছবি

সদ্যোজাত আটটি কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফুঁসছে সামাজিক যোগাযোগমাধ্যম। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও এই অমানবিকতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। প্রাণী অধিকার আন্দোলনে দীর্ঘদিন ধরে সক্রিয় অভিনেত্রী জয়া আহসানও এ ঘটনায় নিন্দা জানিয়েছেন।

নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।’

তার পোস্টে অনেকে একাত্মতা প্রকাশ করে প্রাণি নির্যাতন আইনের আরও কঠোর প্রয়োগের দাবি তুলছেন।

স্থানীয় সূত্র জানায়, সপ্তাহখানেক আগে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের এক কর্মকর্তার সরকারি কোয়ার্টারের আঙিনায় একটি মা কুকুর আটটি ছানার জন্ম দেয়। সোমবার হঠাৎ মা কুকুরটিকে ছুটোছুটি ও কাঁদতে দেখে স্থানীয়রা খোঁজ নিলে জানতে পারেন, ছানাগুলোকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। পরে মৃত ছানাগুলো উদ্ধার করা হলে মা কুকুরটি পাশে বসে আর্তনাদ করতে থাকে। পরে ছানাগুলোকে মাটিচাপা দেওয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত কর্মকর্তা হাসনুর রহমান নয়ন বলেন, ‘আমার সন্তানদের নিরাপত্তার কথা ভেবে স্ত্রী ছানাগুলোকে সরাতে বলেছিল। কিন্তু সেগুলোকে মেরে ফেলা হবে-তা ভাবিনি। আমি লজ্জিত ও দুঃখিত।’

এরপর আটটি কুকুরছানাকে বস্তাবন্দী করে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে নিশি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খুনির কঠোরতম শাস্তি চান জয়া

সর্বশেষ আপডেট ০১:২৪:১১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

সদ্যোজাত আটটি কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফুঁসছে সামাজিক যোগাযোগমাধ্যম। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও এই অমানবিকতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। প্রাণী অধিকার আন্দোলনে দীর্ঘদিন ধরে সক্রিয় অভিনেত্রী জয়া আহসানও এ ঘটনায় নিন্দা জানিয়েছেন।

নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।’

তার পোস্টে অনেকে একাত্মতা প্রকাশ করে প্রাণি নির্যাতন আইনের আরও কঠোর প্রয়োগের দাবি তুলছেন।

স্থানীয় সূত্র জানায়, সপ্তাহখানেক আগে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের এক কর্মকর্তার সরকারি কোয়ার্টারের আঙিনায় একটি মা কুকুর আটটি ছানার জন্ম দেয়। সোমবার হঠাৎ মা কুকুরটিকে ছুটোছুটি ও কাঁদতে দেখে স্থানীয়রা খোঁজ নিলে জানতে পারেন, ছানাগুলোকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। পরে মৃত ছানাগুলো উদ্ধার করা হলে মা কুকুরটি পাশে বসে আর্তনাদ করতে থাকে। পরে ছানাগুলোকে মাটিচাপা দেওয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত কর্মকর্তা হাসনুর রহমান নয়ন বলেন, ‘আমার সন্তানদের নিরাপত্তার কথা ভেবে স্ত্রী ছানাগুলোকে সরাতে বলেছিল। কিন্তু সেগুলোকে মেরে ফেলা হবে-তা ভাবিনি। আমি লজ্জিত ও দুঃখিত।’

এরপর আটটি কুকুরছানাকে বস্তাবন্দী করে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে নিশি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।