ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার অসুস্থতায় কর্মসূচি স্থগিত করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 109

বিএনপি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বিজয় দিবস উপলক্ষে পূর্বনির্ধারিত সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রিজভী বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা পূর্বের অবস্থাতেই রয়েছে। দেশবাসীর কাছে তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চান।

এছাড়া শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তাঁর চিকিৎসা চলছে। যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে, যার সমন্বয় করছেন ডা. জোবায়দা রহমান। চিকিৎসকদের দেওয়া সব চিকিৎসা তিনি গ্রহণও করতে পারছেন বলে জানান তিনি।

হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সবার দোয়ায় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন—এই আশা করা হচ্ছে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খালেদা জিয়ার অসুস্থতায় কর্মসূচি স্থগিত করল বিএনপি

সর্বশেষ আপডেট ০৩:৩৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বিজয় দিবস উপলক্ষে পূর্বনির্ধারিত সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রিজভী বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা পূর্বের অবস্থাতেই রয়েছে। দেশবাসীর কাছে তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চান।

এছাড়া শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তাঁর চিকিৎসা চলছে। যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে, যার সমন্বয় করছেন ডা. জোবায়দা রহমান। চিকিৎসকদের দেওয়া সব চিকিৎসা তিনি গ্রহণও করতে পারছেন বলে জানান তিনি।

হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সবার দোয়ায় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন—এই আশা করা হচ্ছে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।