খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন
- সর্বশেষ আপডেট ০২:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 286
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে খুব গভীর বা ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন, যা ভেন্টিলেশন-নির্ভর অবস্থার মতোই গুরুতর।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে সেখানে ভর্তি করা হয় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশি–বিদেশি চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের সাধারণ মানুষও খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন।
তিনি আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত হালনাগাদ তথ্য পরে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বিস্তারিতভাবে জানাবেন।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতাসহ দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।




































