ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে ক্রীড়া উপদেষ্টার আবেগঘন বার্তা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৪:০১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 54

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে ক্রীড়া উপদেষ্টার আবেগঘন বার্তা

অত্যন্ত গুরুতর অবস্থায় রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রশংসা ও শ্রদ্ধায় ভরপুর একটি বার্তা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় ও যুব–ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া সংক্ষিপ্ত পোস্টে তিনি লিখেন, “সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের গণতন্ত্র, নাগরিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে এক আপসহীন, শ্রদ্ধেয় ও সাহসী নেতৃত্ব। এরশাদবিরোধী গণআন্দোলন থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী লড়াইয়ে তার ভূমিকা আমাদের ইতিহাসে অনন্য উদাহরণ।”

তিনি আরও উল্লেখ করেন, “দেশ তার প্রজ্ঞা ও নেতৃত্বকে মূল্যবান সম্পদ হিসেবে দেখে। আমরা তাকে হারাতে চাই না। গণতান্ত্রিক ধারা রক্ষার অভিভাবকসুলভ এই নেত্রীর দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চাইছি।”

২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। কিডনি, লিভারসহ একাধিক জটিলতায় ভুগছেন তিনি। তার সুস্থতার জন্য বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও অপেক্ষা করছে।

পরিবার ও দলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আনার কথা থাকলেও এখনো অনুমতির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। মেডিকেল বোর্ডের অনুমোদন মিললেই অ্যাম্বুলেন্স আনার সময় এবং দেশে ফেরার পরিকল্পনা ঠিক করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে ক্রীড়া উপদেষ্টার আবেগঘন বার্তা

সর্বশেষ আপডেট ০৩:৪৪:০১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

অত্যন্ত গুরুতর অবস্থায় রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রশংসা ও শ্রদ্ধায় ভরপুর একটি বার্তা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় ও যুব–ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া সংক্ষিপ্ত পোস্টে তিনি লিখেন, “সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের গণতন্ত্র, নাগরিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে এক আপসহীন, শ্রদ্ধেয় ও সাহসী নেতৃত্ব। এরশাদবিরোধী গণআন্দোলন থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী লড়াইয়ে তার ভূমিকা আমাদের ইতিহাসে অনন্য উদাহরণ।”

তিনি আরও উল্লেখ করেন, “দেশ তার প্রজ্ঞা ও নেতৃত্বকে মূল্যবান সম্পদ হিসেবে দেখে। আমরা তাকে হারাতে চাই না। গণতান্ত্রিক ধারা রক্ষার অভিভাবকসুলভ এই নেত্রীর দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চাইছি।”

২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। কিডনি, লিভারসহ একাধিক জটিলতায় ভুগছেন তিনি। তার সুস্থতার জন্য বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও অপেক্ষা করছে।

পরিবার ও দলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আনার কথা থাকলেও এখনো অনুমতির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। মেডিকেল বোর্ডের অনুমোদন মিললেই অ্যাম্বুলেন্স আনার সময় এবং দেশে ফেরার পরিকল্পনা ঠিক করা হবে।