তালিকায় আছেন বিএনপির শীর্ষ নেতারাও
খালেদা জিয়াকে বিশেষ চেয়ার উপহার দিতে চান হাতুড়ি জয়নাল
- সর্বশেষ আপডেট ১১:৪৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
- / 566
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদিন, যিনি এলাকায় ‘মাত্তুল জয়নাল’ এবং ‘হাতুড়ি জয়নাল’ নামে পরিচিত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের জন্য নিজ হাতে তৈরি বিশেষ চেয়ার উপহার দিতে চান।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত জয়নাল জানান, বিগত ১৭ বছরে তিনি দলের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে ১২টি মামলার আসামি হয়েছেন এবং বহুবার কারাবরণ করেছেন। আন্দোলনে হাতুড়ি হাতে মিছিলের সামনের সারিতে থাকার কারণেই স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা তাঁকে ‘হাতুড়ি জয়নাল’ নামে ডাকত, যা এখন তার পরিচয় হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, “২০১৭ সালে যখন বেগম খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে উখিয়ায় আসেন, আমি তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিলাম। দলের প্রতি ভালোবাসা থেকেই এই চেয়ার উপহারের সিদ্ধান্ত নিয়েছি।”
জয়নাল জানান, চেয়ারগুলোর কারুকাজ প্রায় শেষ পর্যায়ে। খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমেদসহ পাঁচজনকে এই চেয়ার উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
এরই মধ্যে গত ৮ জুন উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরীকেও একটি চেয়ার উপহার দিয়েছেন তিনি। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে চেয়ার হস্তান্তর করা হয়।
































