ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 157

খালেদা জিয়া

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। সোমবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে তিনি এ তথ্য ব্রিফিংয়ে জানান।

আহমেদ আজম খান বলেন, “গতকাল গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছেন। তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য লড়াই করছেন। এখনও অবস্থা ক্রিটিক্যাল রয়েছে।” তিনি আরও জানান, “এখনো বলার মতো কোনো কন্ডিশনে তিনি নেই। জাতির কাছে দোয়া চাই, যাতে ম্যাডাম আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”

তিনি উল্লেখ করেন, “উনি খুব ডিপ কন্ডিশনে আছেন। ডিপ কন্ডিশনের ব্যাখ্যা প্রকাশ করতে চাই না। এটুকু বলা যায়, ভেন্টিলেশন বা ক্রিটিক্যাল কন্ডিশন বলা যেতে পারে।”

আজম খান আরও বলেন, “এই মুহূর্তে জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু করার নেই। ডাক্তাররা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন। এর আগে আমেরিকা, ইংল্যান্ড ও বাংলাদেশের চিকিৎসকরা দায়িত্বে ছিলেন। এখন চীনের চিকিৎসকরাও যুক্ত হয়েছেন। সকলেই একযোগে চেষ্টা করছেন। বাকিটা আল্লাহর ওপর ভরসা।”

তিনি শেষ করেন, “এই ক্রিটিক্যাল অবস্থা থেকে ম্যাডাম যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, এটাই আল্লাহর কাছে একমাত্র প্রার্থনা।”

বিএনপি চেয়ারপারসন চার দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন

সর্বশেষ আপডেট ০৬:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। সোমবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে তিনি এ তথ্য ব্রিফিংয়ে জানান।

আহমেদ আজম খান বলেন, “গতকাল গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছেন। তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য লড়াই করছেন। এখনও অবস্থা ক্রিটিক্যাল রয়েছে।” তিনি আরও জানান, “এখনো বলার মতো কোনো কন্ডিশনে তিনি নেই। জাতির কাছে দোয়া চাই, যাতে ম্যাডাম আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”

তিনি উল্লেখ করেন, “উনি খুব ডিপ কন্ডিশনে আছেন। ডিপ কন্ডিশনের ব্যাখ্যা প্রকাশ করতে চাই না। এটুকু বলা যায়, ভেন্টিলেশন বা ক্রিটিক্যাল কন্ডিশন বলা যেতে পারে।”

আজম খান আরও বলেন, “এই মুহূর্তে জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু করার নেই। ডাক্তাররা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন। এর আগে আমেরিকা, ইংল্যান্ড ও বাংলাদেশের চিকিৎসকরা দায়িত্বে ছিলেন। এখন চীনের চিকিৎসকরাও যুক্ত হয়েছেন। সকলেই একযোগে চেষ্টা করছেন। বাকিটা আল্লাহর ওপর ভরসা।”

তিনি শেষ করেন, “এই ক্রিটিক্যাল অবস্থা থেকে ম্যাডাম যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, এটাই আল্লাহর কাছে একমাত্র প্রার্থনা।”

বিএনপি চেয়ারপারসন চার দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।