ক্ষমতার কাছে গিয়ে গোপন অভিমানে ফিরে এলেন মম
- সর্বশেষ আপডেট ০২:৩৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / 351
একসময় ছোট পর্দায় রাজত্ব করা অভিনেত্রী জাকিয়া বারী মম এখন ওটিটিতে দারুণ সরব। নাটক বা সিনেমা—উভয় মাধ্যমে তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে বারবার। গেল ঈদে মুক্তিপ্রাপ্ত নাটক ‘স্কুল গেট’-এ অভিনয়ের মাধ্যমে আবারও দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তবে এবার মম শিরোনামে এলেন ভিন্ন এক কারণে—সরকারি অনুদান কমিটি থেকে পদত্যাগ করে।
২০২৪-২৫ অর্থবছরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ৩২টি চলচ্চিত্রে প্রায় ১৩ কোটি টাকা অনুদান দেয়। সেই প্রজ্ঞাপন প্রকাশের পরপরই মমর পদত্যাগের খবর প্রকাশ্যে আসে। জানা গেছে, তিনি ২৫ মে-তেই পদত্যাগপত্র জমা দেন তথ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে।
মম জানান, “ক্ষমতার কাছে যেহেতু আমার কোনো ব্যক্তিগত চাওয়া ছিল না, তাই ইচ্ছা ছিল কাজ করব, কিছু পরিবর্তন আনব। কিন্তু সে সুযোগটুকু পাইনি। বরং দেখেছি আমলাতান্ত্রিক ধীরগতি, পুরোনো কাঠামোর জটিলতা, নিয়মের বেড়াজাল। এসব দেখে আগ্রহ হারিয়ে ফেলি।”
তিনি আরও বলেন, “যে অনুদান তালিকা ১ জুলাই প্রকাশিত হয়েছে, তাতে আমার কোনো সম্পৃক্ততা নেই। বাছাই বা অনুমোদন—কোনো পর্যায়েই ছিলাম না। আমি এসেছিলাম রাষ্ট্রের জন্য কাজ করতে, কিন্তু বুঝেছি, ক্ষমতার কাছে গেলে অনেকের চেহারা বদলে যায়। আমি চাইনি আমার মুখোশ বদলে যাক। তাই ফিরে এলাম নিজের জায়গায়।”
উল্লেখযোগ্য বিষয় হলো, মমই একমাত্র নন—এই কমিটি থেকে আরও দু’জন সদস্য পদত্যাগ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক তিতাস জিয়া এবং নির্মাতা-সম্পাদক সামির আহমেদ ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়েছেন।
গত বছরের ৭ অক্টোবর পুনর্গঠিত এই ১০ সদস্যের কমিটিতে মম ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য। চলচ্চিত্র শিল্পের সংস্কারের স্বপ্ন নিয়ে কমিটিতে যোগ দিলেও বাস্তব অভিজ্ঞতায় হতাশ হয়ে সিদ্ধান্ত নেন সরে দাঁড়ানোর। সেই সিদ্ধান্তেই যেন উচ্চারিত হলো এক ব্যক্তিত্বের নির্ভীক কণ্ঠ—“ক্ষমতার কাছে গেলে অনেকের চেহারা বদলে যায়, আমি চাইনি আমারটা বদলাক।”































