‘ক্ষমতায় গেলে জুলাই শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হবে’
- সর্বশেষ আপডেট ০২:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / 81
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ যদি আমাদের রাষ্ট্রক্ষমতার দায়িত্ব দেয়, তাহলে জুলাই শহীদদের যথাযথ মর্যাদা দেওয়ার ব্যবস্থা করা হবে। শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে এসে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “জনগণ যদি আমাদের রাষ্ট্রক্ষমতার দায়িত্ব দেয়, তাহলে শহীদদের যথাযথ মর্যাদা, শহীদদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা আমাদের প্রথম দায়িত্ব হবে। আমরা সেটা পালন করব।”
তিনি আরও বলেন, “সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং জাতীয় নির্বাচনের আগে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করার দাবিতে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।”
































