ক্ষমতায় গেলে চরের ভূমিহীনদের বিনামূল্যে জমি বন্দোবস্ত: হাফিজ
- সর্বশেষ আপডেট ০৯:৪৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / 6
ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে চরের ভূমিহীন পরিবারগুলোকে বিনামূল্যে খাস জমি বন্দোবস্ত দেওয়া হবে, যাতে দখলদারি ও চাঁদাবাজির অবসান ঘটে এবং অসহায় মানুষ স্থায়ী ঠিকানা পায়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) তজুমদ্দিন উপজেলার চরজহিরউদ্দিন ও চরমোজাম্মেলে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি অতীতেও ভূমিহীন মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি স্মরণ করিয়ে দেন, ২০০৫ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময় তজুমদ্দিনের বিভিন্ন চরে ১০ হাজার ভূমিহীন পরিবারকে জমি বন্দোবস্ত দেওয়া হয়েছিল, যা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছিল।
মেজর হাফিজ অভিযোগ করেন, গত ১৬ বছরে চরের খাস জমি ভূমিহীনদের না দিয়ে একটি মহল চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত ছিল, ফলে সাধারণ মানুষ শোষণের শিকার হয়েছে এবং নিরাপত্তাহীনতায় ভুগেছে। বিএনপি চায়, চরের নতুন প্রজন্ম যেন বন্দোবস্তের মাধ্যমে নিজস্ব জমির মালিক হয়ে সম্মানের সঙ্গে বাঁচতে পারে।
সমাবেশে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, জেলা যুবদলের সহ-সভাপতি হাসান সাফা পিন্টু, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




































