ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সিইসি’র নির্দেশ

কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না ম্যাজিস্ট্রেটরা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / 105

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য অনুষ্ঠিত নির্বাচন ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার (২২ অক্টোবর) বলেছেন, নির্বাচনের দায়িত্ব পালনের সময় ম্যাজিস্ট্রেটদের কোনো ধরণের চাপের কাছে মাথা নত করতে হবে না।

সিইসি আরও বলেন, নির্বাচন কমিশনও কোনো অনৈতসাহিক প্রেসার মেনে নেবে না এবং আইন অনুযায়ীই নির্দেশনা প্রদান করবে। তিনি জোর দিয়ে সতর্ক করেছেন যে, কমিশন বেআইনি কোনো নির্দেশনা দেবে না।

আইনের প্রতি শ্রদ্ধাশীলতার অভাবকে দেশের বর্তমান সমস্যাগুলোর মূল কারণ আখ্যায়িত করে তিনি বলেন, পরিস্থিতি বদলাতে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। এছাড়া কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত থাকা এবং আইন-শৃঙ্খলা রক্ষা করার মানসিকতা রাখার কথাও উনি উল্লেখ করেন।

সিইসি একান্তভাবে বলেন, ভোট বাক্স দখল করে মাঠে নামা যাবে না—এ ধরনের আচরণ কখনই গ্রহণযোগ্য নয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিইসি’র নির্দেশ

কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না ম্যাজিস্ট্রেটরা

সর্বশেষ আপডেট ১২:০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য অনুষ্ঠিত নির্বাচন ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার (২২ অক্টোবর) বলেছেন, নির্বাচনের দায়িত্ব পালনের সময় ম্যাজিস্ট্রেটদের কোনো ধরণের চাপের কাছে মাথা নত করতে হবে না।

সিইসি আরও বলেন, নির্বাচন কমিশনও কোনো অনৈতসাহিক প্রেসার মেনে নেবে না এবং আইন অনুযায়ীই নির্দেশনা প্রদান করবে। তিনি জোর দিয়ে সতর্ক করেছেন যে, কমিশন বেআইনি কোনো নির্দেশনা দেবে না।

আইনের প্রতি শ্রদ্ধাশীলতার অভাবকে দেশের বর্তমান সমস্যাগুলোর মূল কারণ আখ্যায়িত করে তিনি বলেন, পরিস্থিতি বদলাতে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। এছাড়া কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত থাকা এবং আইন-শৃঙ্খলা রক্ষা করার মানসিকতা রাখার কথাও উনি উল্লেখ করেন।

সিইসি একান্তভাবে বলেন, ভোট বাক্স দখল করে মাঠে নামা যাবে না—এ ধরনের আচরণ কখনই গ্রহণযোগ্য নয়।