কোথাও নেই সুশাসন ও নিয়ন্ত্রণ: ফখরুল
ব্যবসায়ীকে ১ লাখের জায়গায় ৫ লাখ টাকা ঘুষ দিতে হয়
- সর্বশেষ আপডেট ০১:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / 190
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বর্তমানে কোনো জায়গাতেই সুশাসন বা প্রশাসনিক নিয়ন্ত্রণ নেই। চাঁদাবাজি বেড়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, পুলিশ বিভাগেও তেমন কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি। তিনি আরো বলেন, আগে যে ব্যবসায়ীকে ১ লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন তাকে ৫ লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে। কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই। পুলিশে কোনো পরিবর্তন হয়নি।
২৬ জুলাই, শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমানের নতুন বই ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ প্রকাশ উপলক্ষে।
ফখরুল বলেন, আগে কোনো ব্যবসায়ীকে তিন লাখ টাকা চাঁদা দিতে হতো, এখন সেই পরিমাণ বেড়ে পাঁচ লাখে দাঁড়িয়েছে। এই চিত্র থেকেই বোঝা যায়, দেশে প্রশাসনিক ও আইনগত নিয়ন্ত্রণ কতটা দুর্বল।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সংস্কার রাতারাতি সম্ভব নয়, সময় লাগবেই। তবে এর মানে এই নয় যে গণতান্ত্রিক চর্চা বন্ধ থাকবে। কারও ওপর কিছু চাপিয়ে দিলে তা কখনোই স্থায়ী সমাধান আনতে পারে না। বরং অবিলম্বে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করে গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে সামগ্রিক সংস্কারে এগোতে হবে।’
আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতির প্রসঙ্গে এসে তিনি যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ট্যারিফ নীতিকে বাংলাদেশের জন্য সম্ভাব্য এক “বড় ঝুঁকি” হিসেবে উল্লেখ করেন।
তার মতে, একটি রাজনৈতিক দল যখন দায়িত্বে থাকে, তখন তাদের কাজ হওয়া উচিত জনগণের স্বার্থে এবং দেশের উন্নয়নের পক্ষে অবস্থান নেওয়া, তা তারা সরকারে থাকুক বা না থাকুক।
































