শিরোনাম
কেবিনে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৬:০১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 73
রাজধানীর এয়ারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি গত রোববার (২৩ নভেম্বর) থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তাকে চিকিৎসকদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে এবং শারীরিক পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে থাকার পর ৬ মে দেশে ফেরার পর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চালিয়ে আসছেন।

































