কেন্দুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৫:২৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / 67
নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনা ঘটে বেলা ১১টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের বড় কালিয়ান গ্রামে। নিহত দুই শিশু হলেন—সাদাদ ওরফে চাঁদ (৭), বড় কালিয়ান গ্রামের ফেরদৌসের ছেলে, এবং তাসফিয়া আক্তার (৮), শিবপুর গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে। তারা মামা-ভাগ্নি সম্পর্কের শিশু। কয়েক দিন আগে তাসফিয়া আক্তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, বেলা ১১টার সময় তিন শিশু প্রতিদিনের মতো বাড়ির পেছনের পুকুর পাড়ে খেলতে যায়। এ সময় সাদাদ ও তাসফিয়া পুকুরে পড়ে যায়। অপর শিশু তা দেখে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জানায়।
পরিবারের লোকজন এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


































