ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেন সর্ব মিত্র চাকমা ডাকসু থেকে পদত্যাগে আগ্রহী ?

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 6

ডাকসু কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নিরাপত্তা সংকট ও বহিরাগতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পর প্রশাসনের স্থবিরতা ও আইনের সীমারেখা সর্বমিত্র চাকমাকে পদত্যাগের কথা ভাবতে বাধ্য করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) তিনি নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে  এ বিষয় নিয়ে বিস্তারিত কথা জানান। তিনি জানিয়েছেন, দায়িত্ব চালিয়ে যাওয়া তার জন্য মানসিক ও ব্যক্তিগতভাবে অসম্ভব হয়ে উঠেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা বলেন, শিক্ষার্থীরা তাকে অনেক প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছিলেন। শুরু থেকেই তিনি ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন—রেজিস্টার্ড রিকশা চালু করা, যানবাহন সীমিতকরণ এবং প্রশাসনের কাছে নানা প্রস্তাব দেওয়া।

কিন্তু সেন্ট্রাল ফিল্ডে এখনও কোনো সিসি ক্যামেরা নেই, এবং নিরাপত্তা ব্যবস্থা শূন্যের মতো। নারী শিক্ষার্থীরা হেনস্তার শিকার হচ্ছেন, মোবাইল ও মানিব্যাগ চুরি এবং সাইকেল চুরি নিয়মিত ঘটছে। ফিমেল শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বহিরাগতদের কারণে তারা মাঠে খেলতে পারছেন না।

সর্বমিত্র জানান, ডিএমসি সংলগ্ন দেয়াল সংস্কারের কাজ প্রশাসনের দেরির কারণে স্থগিত থাকায় বহিরাগতরা ঢুকে পড়ছে। গত মাসে কানে ধরে ওঠবস করানোর ঘটনা ঘটেছে যখন চুরি-ছিনতাই বেড়ে গিয়েছিল।

তিনি স্বীকার করেছেন, তার পদক্ষেপ কিছুটা কঠোর হলেও প্রশাসনের স্থবিরতা এবং নিরাপত্তার অপ্রতুল ব্যবস্থার কারণে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, “আমার একমাত্র লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। একা বিভিন্ন উদ্যোগ নিয়েছি, নিজের দায়িত্বের বাইরে গিয়েও চেষ্টা করেছি। কিন্তু আইন তো আইনই। দায়িত্ব পালন করতে গিয়ে আইনের উর্ধ্বে যেতে হয়েছে, যা আমার ব্যক্তিগত জীবন ও মানসিক অবস্থাকে প্রভাবিত করেছে।”

সর্বমিত্রের কথায়, এই সব কারণে তিনি পদত্যাগ করতে চাইতে পারেন। তিনি স্পষ্ট করেছেন, এটি কোনো অভিমান বা প্ররোচনার ফল নয়। কঠিন পরিস্থিতিতে দায়িত্ব পালন করা তার জন্য এখন অসম্ভব হয়ে উঠেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কেন সর্ব মিত্র চাকমা ডাকসু থেকে পদত্যাগে আগ্রহী ?

সর্বশেষ আপডেট ০৪:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নিরাপত্তা সংকট ও বহিরাগতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পর প্রশাসনের স্থবিরতা ও আইনের সীমারেখা সর্বমিত্র চাকমাকে পদত্যাগের কথা ভাবতে বাধ্য করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) তিনি নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে  এ বিষয় নিয়ে বিস্তারিত কথা জানান। তিনি জানিয়েছেন, দায়িত্ব চালিয়ে যাওয়া তার জন্য মানসিক ও ব্যক্তিগতভাবে অসম্ভব হয়ে উঠেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা বলেন, শিক্ষার্থীরা তাকে অনেক প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছিলেন। শুরু থেকেই তিনি ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন—রেজিস্টার্ড রিকশা চালু করা, যানবাহন সীমিতকরণ এবং প্রশাসনের কাছে নানা প্রস্তাব দেওয়া।

কিন্তু সেন্ট্রাল ফিল্ডে এখনও কোনো সিসি ক্যামেরা নেই, এবং নিরাপত্তা ব্যবস্থা শূন্যের মতো। নারী শিক্ষার্থীরা হেনস্তার শিকার হচ্ছেন, মোবাইল ও মানিব্যাগ চুরি এবং সাইকেল চুরি নিয়মিত ঘটছে। ফিমেল শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বহিরাগতদের কারণে তারা মাঠে খেলতে পারছেন না।

সর্বমিত্র জানান, ডিএমসি সংলগ্ন দেয়াল সংস্কারের কাজ প্রশাসনের দেরির কারণে স্থগিত থাকায় বহিরাগতরা ঢুকে পড়ছে। গত মাসে কানে ধরে ওঠবস করানোর ঘটনা ঘটেছে যখন চুরি-ছিনতাই বেড়ে গিয়েছিল।

তিনি স্বীকার করেছেন, তার পদক্ষেপ কিছুটা কঠোর হলেও প্রশাসনের স্থবিরতা এবং নিরাপত্তার অপ্রতুল ব্যবস্থার কারণে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, “আমার একমাত্র লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। একা বিভিন্ন উদ্যোগ নিয়েছি, নিজের দায়িত্বের বাইরে গিয়েও চেষ্টা করেছি। কিন্তু আইন তো আইনই। দায়িত্ব পালন করতে গিয়ে আইনের উর্ধ্বে যেতে হয়েছে, যা আমার ব্যক্তিগত জীবন ও মানসিক অবস্থাকে প্রভাবিত করেছে।”

সর্বমিত্রের কথায়, এই সব কারণে তিনি পদত্যাগ করতে চাইতে পারেন। তিনি স্পষ্ট করেছেন, এটি কোনো অভিমান বা প্ররোচনার ফল নয়। কঠিন পরিস্থিতিতে দায়িত্ব পালন করা তার জন্য এখন অসম্ভব হয়ে উঠেছে।